কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ। আজ শুক্রবার (২ জুলাই) সকালে বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।
এসময় গণহত্যা ও চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলকারীরা বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে।
বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে তারা আরও বলেন, শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ। এসব হত্যার দায় সরকারকে নিতে হবে।
যাযাদি/ এস