উখিয়ায় কৃষি উৎপাদন ও বিপণন কেন্দ্র পরিদর্শনে কানাডার মন্ত্রী
প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেনের নেতৃত্বে ১২সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( এফএও) এবং প্রাকৃতিক সম্পদ অধ্যয়ন কেন্দ্র (সিএনআরএস) এর বাস্তবায়নে পরিচালিত উখিয়ার রাজাপালংয়ের হাতিমোড়া এলাকায় প্রতিষ্ঠিত একটি কৃষি উৎপাদন ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করে এবং কৃষি পণ্যের উৎপাদন ও বিক্রয়ের সহজতা সম্পর্কে অবহিত হয়।
এ সময় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য লাউ, কুমড়া ও অন্যান্য সবজি পরিদর্শনে আসা কানাডার মন্ত্রী আহমেদ হোসেনের হাতে তুলে দেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন মন্ত্রীর নীতি পরিচালক হুরশ জাসওয়াল, মন্ত্রী বিভাগের পরিচালক জর্ডান উইলসন, ভিজিট কোঅর্ডিনেটর মিসেস লাই ইয়িন লি রদ্রিগেজ, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার অজিত সিং ও প্রোগ্রাম ডিরেক্টর ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স স্টিফেন ওয়েভার।
পরে একই দিন কানাডার মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা কাম্প পরিদর্শন এবং আন্তর্জাতিক দাতা সংস্থা পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
যাযাদি/ এমএস