বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কৃষি জমি রক্ষায় ইউএনওর অভিযান ১ লাখ টাকা জরিমানা

চান্দিনা( কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯
কৃষি জমি রক্ষায় ইউএনওর অভিযান ১ লাখ টাকা জরিমানা
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনায় কৃষি জমির মাটি কাটার অভিযান পরিচালনা করে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে মাটি কাটায় ব্যবহৃত ২টি ভেকু জব্দ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, কৃষি জমি রক্ষার স্বার্থে ভুক্তভোগীর অভিযোগে দুপুর ১টায় অভিযান পরিচালনা করা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ ধারা আইন অনুযায়ী ২টি ভেকুর যন্ত্রাংশ ও দুইজন মাটি বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।

তিনি বলেন, অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কেটে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাইজখার ইউনিয়ন এর মাইজখার গ্রামের আব্দুল গনির ছেলে মাটি বিক্রেতা আবুল কালাম আজাদ ও শরাফত আলী মৈশান এর ছেলে মাটি বিক্রেতা রফিকুল ইসলাম মৈশান কে অবৈধ ভাবে ভেকু দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রি করে আসছেন এই অপরাধে তাদেরকে ৫০ হাজার টাকা করে দুইটি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে