শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে আমনের বাম্পার ফলন, চলছে ধান কাটা-মাড়াইয়ের উৎসব

গোলাম মোস্তফা, মেহেরপুর প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২০, ১৬:৫৩

মেহেরপুরে চলতি রোপা আমনের মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। চাষী এখন ব্যস্ত সময় পার করছে ধান কাটা ও মাড়াইয়ে। নতুন ধান ঘরে তুলতে কৃষক যেমন ব্যস্ত তেমন নবান্ন উৎসবকে প্রানবন্ত করে তুলতে বাড়ির গৃহীনিরাও পিঠাপুলি ও পায়েস রান্না করতে নতুন ধানের চাউল তৈরী করতে ব্যস্ত সময় পার করছে।

মেহেরপুর জেলায় চলতি আমন মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে ২৫ হাজার ৯৩৫ হেক্টর জমিতে। চাউল উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৯,০৭৩ মেঃ টন। এবার উৎপাদনের লক্ষমাত্রা পুরণ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। বিঘাপ্রতি ধানের ফলন পাচ্ছে ২০-২২ মন পর্যন্ত। এবার ধানের ফলনের পাশাপাশি বাজার দাম ভাল পেয়ে চাষীরা খুশি। চাষীরা জানান, এবার পর্যাপ্ত বৃষিপাত হওয়ায় ধানের খরচ কম হয়েছে। এক বিঘা জমিতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। সেই হিসেবে উৎপাদিত ধান বিক্রি করে চাষী পাচ্ছে ১৫-১৬ হাজার টাকা।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ জানান, গত বছরগুলোতে ধানের দাম নিয়ে চাষীদের মধ্যে হতাশা থাকলেও এবার তা নেই। বাজারে ধানের দাম খুব ভাল আছে। চাষীরা লাভবান হচ্ছে। ফলে ধান চাষে চাষীদের আগ্রহ বেড়েছে।

যাযাদি/এস/৪.৫৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে