বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় বিষমুক্ত সবজি চাষে ব্যস্ত কৃষক

জাহাঙ্গীর আলম. আনোয়ারা (চট্টগ্রাম)
  ২২ নভেম্বর ২০২০, ২০:১৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষমুক্ত সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কম খরছে ও কম সময়ে অধিক লাভমান হওয়ায় সবজি চাষে ঝুঁকছে তারা। বরুমচড়া ভরা শঙ্খের খালে দেশের প্রথম হাইড্রোলিক রাবার ড্রাম বাঁধের কারণে প্রয়োজনীয় পানি পাওয়ায় ও এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী হওয়ায় ফলন ভাল পাওয়ার আশা করছে কৃষকরা। কৃষি কর্মকর্তারা জানান,আনোয়ারায় ১১ টি ইউনিয়নে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে ৩০ জাতের সবজি উৎপাদন করে কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকারের সবজির চাষ করেন কৃষকেরা। এসব সবজির মধ্যে ২শত ৬০ হেক্টর জমিতে শিম, ২ শত ৫৫ হেক্টর জমিতে মরিচ, ৮০- হিক্টর জমিতে টমেটু, ৩৮ হেক্টর জমিতে লাল শাক,২০ হেক্টর জমিতে আলু, ১৬০ হেক্টর জমিতে বেগুন ও ৫০ হেক্টর জমিতে লাউসহ বিভিন্ন প্রকার শাক-সবজির চাষ করে কৃষকেরা। গতকাল রবিবার পর্যন্ত ৬ শত ৫০ হেক্টর জমিতে সবজি চাষ সম্পন্ন করেছে। উপজেলার বেশিরভাগ পতিত জমিতে এ চাষ হচ্ছে। উপজেলার বারখাইন, বরুমচড়া, বৈরাগ, চাতরী, বারশত, রায়পুর, জুইঁদন্ডি, বটতলী, পরৈকোডা, আনোয়ারা সদর ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানি জমিতে ফলানো হচ্ছে বাঁধা কপি, টমেটু, লাল শাক, মুলা শাক, ঢেঢশ, চিচিঙ্গা, পালং শাক, মরিচ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া,শশা, বেগুন, আলুসহ বিভিন্ন সবজি। কম খরচে ভালো দাম ও বেশি লাভ আসায় চাষিরা এখন সবজি চাষে ঝুঁকছেন।

উপজেলার হাইলধর ইউনিয়নে ঘুরে দেখা যায়, ওই গ্রামে চাষিরা সবজি ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। কেউ চারা রোপন করছে, কেউ আগাছা নিড়ানি দিচ্ছে। গ্রামে তিন ফসলি জমি ছাড়াও শঙ্খের চরে সবজি চাষ করছেন তাঁরা। প্রতি বছরই তারা এসব জমিতে সবজি লাগিয়ে বেশ লাভমান হয় বলে কৃষকরা জানান। চাষী মো. ইমন বলেন, আমি ৪ কানি জমিতে মরিচ ও আলু চাষ করেছি, এতে আমার ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। আশা করছি খরচ উঠিয়ে ১ লাখ টাকার বেশি লাভ করতে পরব।’

এদিকে বরুমচড়া ভরা শঙ্খের খালে দেশের প্রথম হাইড্রোলিক রাবার ড্রাম বাঁধের কারণে প্রয়োজনীয় পানি পাওয়ায় বরুমচড়া,বারখাইন ও বটতলী ইউনিয়নে সবজি চাষ দ্বিগুন বেড়েছে। বরুমচড়া ইউনিয়নের কৃষক আবদুস ছালাম জানান,এক সময় পানির অভাবে সব জমিতে সবজি চাষ করা সম্ভব হতো। এখন যেকোন ধরনের জমিতে সবজি চাষ হচ্ছে।

আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩০ রকমের নানান সবজি ফলাচ্ছেন চাষিরা, আবহাওয়া ভাল থাকলে চাষিরা লাভমান হতে পারবেন। এ বছর ভরা শঙ্খের খালে দেশের প্রথম হাইড্রোলিক রাবার ড্রাম বাঁধের কারণে বছর জুড়ে পানির নিশ্চয়তা পাওয়ায় সবজি চাষে কৃষকদের আগ্রহ বহুগুণ বেড়েছে। এতে করে সবজি উৎপাদনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে