'ভয় নয় সচেতনতাই জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। মঙ্গরবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেনের সভাপতিত্বে এবং নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সচেতনতামুলক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন ডা.তাইরান ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান, ডা.জাহিদুন নবী দেওয়ান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ডা.আলমাছ হোসেন জানান কুকুর, বিড়াল, বেজি,শিয়াল, বানর ইত্যাদি উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণির কামড়ে জলাতঙ্ক হয়। তিনি আরও জানান,ওইসব প্রাণির কামড়ে ক্ষতস্থান সাবান পানি দিয়ে ১৫মিনিট যাবত ভালো করে ধৌত করা,যত দ্রুত সম্ভব ইঞ্জেকশন নেয়া এবং চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া।
যাযাদি/এসআই