শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্চে জার্মানিতে শিল্পোৎপাদনে রেকর্ড পতন

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২০, ০০:০০

ইউরোপজুড়ে ভয়াল থাবা বসিয়েছে নভেল করোনাভাইরাস। মহাদেশটির শীর্ষ অর্থনীতিগুলোকে ভাইরাসটি প্রতিরোধে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। জরুরি পণ্য ছাড়া অন্যান্য পণ্যের চাহিদা পড়ে গেছে এসব দেশে। মহাদেশীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রে চাহিদার পতনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানি। মার্চে দেশটির শিল্পোৎপাদন ৯ দশমিক ২ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

১৯৯১ সাল থেকে জার্মানির শিল্পোৎপাদনের তথ্য প্রকাশ করা হচ্ছে। সে সময় থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন অবস্থানে নেমেছে দেশটির শিল্প খাতে উৎপাদন। জার্মানির রপ্তানি আয় ও কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস গাড়ি নির্মাণ শিল্প। মার্চে এ খাতে উৎপাদন ৩১ দশমিক ১ শতাংশ কমেছে।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রপ্তানিনির্ভর উৎপাদন খাত। মার্চে এ খাতে উৎপাদন কমেছে ১১ দশমিক ৬ শতাংশ।

এর মধ্যে মূলধনি পণ্যের উৎপাদন কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ। আলোচ্য সময়ে আশার আলো দেখিয়েছে একমাত্র নির্মাণ খাত। মার্চে জার্মানিতে এ খাতে উৎপাদন বেড়েছে প্রায় ২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<98857 and publish = 1 order by id desc limit 3' at line 1