বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক স্মার্টফোন বাজার কোভিড-১৯ মহামারির মধ্যেও দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে

যাযাদি ডেস্ক
  ০৮ মে ২০২০, ০০:০০

নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট কোভিড-১৯ মহামারির মধ্যেও বৈশ্বিক স্মার্টফোন বাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসা-বাণিজ্যের অন্যান্য খাতের মতো স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বজুড়ে স্মার্টফোনের সরবরাহ রেকর্ডসংখ্যক কমেছে। এরপর জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডিভাইস সরবরাহে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজের স্থান দখলে রেখেছে হুয়াওয়ে। চীনভিত্তিক প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে। খবর : সিনহুয়া

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহে দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। ডিভাইস সরবরাহ বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল এবং শীর্ষ অবস্থানে রয়েছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যাপল বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহ করেছে যথাক্রমে ৫ কোটি ৮৩ লাখ, ৪ কোটি ৯০ লাখ ও ৩ কোটি ৬৭ লাখ ইউনিট। বিশ্বের অন্যান্য বাজারের মতো নভেল করোনাভাইরাসের প্রভাব পড়েছে চীনেও। কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটিতে স্মার্টফোন সরবরাহ কমেছে ২২ শতাংশ। চীনের বাজারে ভিভো, অপো ও শাওমির সরবরাহ কমলেও বেড়েছে হুয়াওয়ের। গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিক্রি বেড়েছে ৬ শতাংশ। এদিকে বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ বেড়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ ছিল ১ কোটি ৮৭ লাখ ইউনিট, যা চলতি বছরের প্রথম প্রান্তিকে ২ কোটি ৪০ লাখ ইউনিটে পৌঁছেছে।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফাইভজি স্মার্টফোন সরবরাহে যৌথভাবে শীর্ষ অবস্থান দখলে নিয়েছে হুয়াওয়ে ও স্যামসাং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<98699 and publish = 1 order by id desc limit 3' at line 1