শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে মুনাফা কমছে অ্যাপলের

যাযাদি ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

চলতি বছরের প্রথম প্রান্তিকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে তাদের আইফোন সরবরাহে প্রভাব পড়বে। গত বুধবার প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্রান্তিকের প্রাক্কলিত মুনাফা কমিয়েছে। খবর : এশিয়া টাইমস।

করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এরই মধ্যে দুই সহস্রাধিক মানুষের মৃতু্য হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা ৭৫ হাজারের বেশি। গত ডিসেম্বরের শেষে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বাজার থেকে উৎপত্তির পর ৩০টি দেশে তা ছড়িয়ে পড়ায় সংকটের মুখে চীনসহ বিশ্ব অর্থনীতি।

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, 'বছরের প্রথম প্রান্তিকে স্বাভাবিক হিসাব অনুযায়ী আমরা যা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে মুনাফা কম হয়েছে।

ফলে আমরা এ প্রান্তিকের জন্য মুনাফার অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা সম্ভবত আর পূরণ করা যাচ্ছে না। তাই মার্চ পর্যন্ত প্রাক্কলিত মুনাফা ৬৭ বিলিয়ন থেকে কমিয়ে ৬৩ বিলিয়ন করা হয়েছে।'

তারা বলছে, 'করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় চীনের অ্যাপলের কারখানাগুলোতে কাজ বন্ধ থাকার পর চালু হলেও উৎপাদন কমেছে। কাজ হচ্ছে কম। ফলে বিশ্ববাজারে আইফোনের সরবরাহ সাময়িক সময়ের জন্য অস্বাভাবিক অবস্থায় রয়েছে এখন। আর এ পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে তাদের ব্যবসায়।

কোম্পানিটি বলছে, 'স্টোরগুলো আবার চালু হলেও তা স্বাভাবিক সময়ের মতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। গ্রাহক বা ক্রেতার চাহিদাও আর আগের মতো নেই। আমরা ধীরে ধীরে আমাদের খুচরা বিক্রির দোকানগুলো আবার চালু করতে শুরু করলেও তাতে বেচাবিক্রির গতি খুব কম। এছাড়া সুরক্ষার কথাটাও ভাবতে হচ্ছে।'

করোনাভাইরাস গোটা বিশ্বে আতঙ্ক তৈরি করেছে। এর সংক্রমণ থেকে বাঁচতে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ খেলাধুলা এবং সাংস্কৃতিক বড় বড় আয়োজন বাতিল করা হয়েছে। ফেসবুক আর হুয়াওয়ের মতো বিশ্বের নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের বার্ষিক সম্মেলন আয়োজন করতে পারছে না। চীনের বাজারে অ্যাপলের চাহিদা কমায় বিপদে পড়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89537 and publish = 1 order by id desc limit 3' at line 1