শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০০ কোটি ব্যাংকনোট পচিয়ে জৈবসার বানাচ্ছে ব্রিটেন

যাযাদি ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

চার হাজার কোটি পাউন্ডের সমান ব্যাংক নোট ধ্বংস করার মহাযজ্ঞ শুরু করেছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক অব ইংল্যান্ড'। বাজারে প্রচলিত ২০ পাউন্ডের কাগজের নোটগুলো পচিয়ে কম্পোস্ট তৈরি করা হচ্ছে। এই কম্পোস্ট ব্যবহার করা হবে কৃষিজমির উর্বরাশক্তি বৃদ্ধিতে। প্রায় দুইশ কোটি কাগজের নোট বাজার থেকে প্রত্যাহার করা হবে। এর বিপরীতে বাজারে ছাড়া হবে নতুন পলিমারে তৈরি ২০ পাউন্ডের নোট।

ব্রিটেনের মোট ব্যাংক নোটের দুই-তৃতীয়াংশের পরিবহণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে বহুজাতিক নিরাপত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান জিফোরএস। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মার্ক সুন্ডারেস বলেন, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সাধারণ মানুষ অবশ্য খুব একটা টের পাবে না।

২০০ কোটি ব্যাংক নোট প্রতিস্থাপন- এটি যুক্তরাজ্যের ইতিহাসে সর্বাধিক সংখ্যক টাকার নোট প্রতিস্থাপনের ঘটনা। ব্রিটেনের পুরনো ২০ পাউন্ডের নোটটিতে রয়েছে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের ছবি। এটি এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এগুলো ব্যাংক বা ক্যাশ সেন্টারে ফিরে আসছে। আবার অনেকে এসব নোট তাদের ক্যাশ মেশিনেই রিসাইকেল করছে।

সম্পূর্ণ পুরানো নোট প্রতিস্থাপন করতে কয়েক মাস লেগে যেতে পারে। যথেষ্ট পরিমাণ নোট ধ্বংস হয়ে গেছে বলে মনে হলে ব্যাংক অব ইংল্যান্ড বাকি নোটগুলো জমা দিতে আরো ছয় মাস সময় দিতে পারে। অবশ্য নতুন নোট চালু হয়ে গেলে ব্যাংকগুলোকে তাদের হাজারদশেক এটিএম বুথের কিছু অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে। কারণ নতুন ২০ পাউন্ডের নোটটি পুরানোটির চেয়ে সামান্য ছোট।

২০ পাউন্ডের নোট সর্বশেষ প্রতিস্থাপন করা হয় ২০০৭ সালে, যখন এডওয়ার্ড এলগারের ছবিসংলিত নোট প্রত্যাহার করে অ্যাডাম স্মিথের ছবিসংবলিত নোট আনা হয়। ওই সময় সম্পূর্ণ প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে তিন বছর লেগেছিল। তবে এবার একটু দ্রম্নতই এ কাজ সারবে সরকার। ২০২১ সালের মধ্যেই নোট প্রত্যাহার শেষ হবে।

পুরানো ২০ পাউন্ডের নোট প্রত্যাহার শুরু হয়েছে ২০১৯ সালের শুরুর দিকে। স্বয়ংক্রিয় মেশিনে নোটের বান্ডিল থেকে পুরানো নোটগুলোকে আলাদা করার পর কেটে কুচি কুচি করে ফেলা হচ্ছে। একাধিক প্রতিষ্ঠান ও সংস্থা এ কাজ করছে।

১৯৯০ সাল পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ড পুরানো বাতিল নোটগুলো লন্ডন শহরে ব্যাংকের ভবন গরম রাখতে একটি চুলিস্নতে পোড়ানো হতো। তবে এবার ৫০ হাজার পাউন্ডের সমান বান্ডিল যখন আসছে সেটিকে একটি জৈবসার (কম্পোস্ট) তৈরির পস্ন্যান্টে নেওয়া হচ্ছে। উচ্ছিষ্ট খাবার কম্পোস্ট করতে যে পস্ন্যান্ট ব্যবহার করা হয় এটি তেমনই। এই কম্পোস্ট ব্যবহার করা হবে কৃষিজমিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89535 and publish = 1 order by id desc limit 3' at line 1