শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎসবে-আনন্দে টপ অব মাইন্ডের যুগপূর্তি উদ্‌যাপন

নতুনধারা
  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আনন্দঘন পরিবেশে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা 'টপ অব মাইন্ড'-এর এক যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। শনিবার গুলশানে টপ অব মাইন্ডের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপী 'মেজবান'-এর আয়োজন করা হয়। উৎসবে দেশের করপোরেট নেতৃবৃন্দ এবং গণ্যমান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকাল থেকে টপ অব মাইন্ডের গুলশান কার্যালয়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। প্রতিষ্ঠানটির সিইও কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনসাল জিয়াউদ্দিন আদিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আগত অতিথিরা। একই সঙ্গে প্রায় অর্ধশত কেক কেটে উদ্‌যাপনকে আরও মাতিয়ে রাখা হয়। দিনভর উৎসবের নানা আয়োজনের ছবি তোলার জন্য ছিল দুটি ফ্রেম এবং ফটো বুথ। এছাড়াও ছিল ঐতিহ্যবাহী টিয়া পাখির ভাগ্যগণনা, হাওয়াই মিঠাই এবং এয়ারগান দিয়ে বেলুন নিশান করার মতো আনন্দপূর্ণ কার্যক্রম। অতিথিরা নিমন্ত্রণ গ্রহণ করেন এবং এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উৎসব উদযাপনে আরও উপস্থিত ছিলেন টপ অব মাইন্ডের সিএফও সালমা আদিল, মাস্টহেড পিআর-এর ডিরেক্টর রাশেদুল মাজিদ মামুন, টপ অব মাইন্ডের মিডিয়া ডিরেক্টর সাইয়েদা ঝুমুর, স্টারকমের মিডিয়া প্রধান রিপা খান, ব্র্যান্ড কার্টের সিইও মাহবুব রহিম উদয় প্রমুখ। টপ অব মাইন্ডের সিইও কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনসাল জিয়াউদ্দিন আদিল এই সময় আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন এবং তিনি বলেন, 'গত এক যুগ ধরে টপ অব মাইন্ডের পাশে থাকার জন্য আমরা সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও করপোরেট এবং গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আরও অনেকদূর পথ চলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। আমাদের এই যৌথ পথচলায় আমাদের বন্ধুত্ব যেমন দৃঢ় হবে, তেমনি টেকসই অর্থনীতিতে বাংলাদেশের করপোরেট এবং গণমাধ্যমের ভূমিকাও থাকবে স্মরণীয় হয়ে।' অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বার্তা সম্পাদক, রিপোর্টার, সহ-সম্পাদক, বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজারবৃন্দ ও করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগদান করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88852 and publish = 1 order by id desc limit 3' at line 1