logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

ডিএসইর বস্নকে লেনদেন বেড়ে তিনগুণ

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বস্নক মার্কেটে লেনদেনের পরিমাণ বেড়ে তিনগুণ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বস্নকে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯টি। বিপরীতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা।

গত সপ্তাহে ৩৯টি প্রতিষ্ঠান ডিএসইর বস্নক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠান ১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ২০০টি শেয়ার ৮৪ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকায় লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর বস্নকে ৩০ প্রতিষ্ঠানের ৬৯ লাখ ৭২ হাজার ৩৭৫টি শেয়ার ৩৪ কোটি ৯১ লাখ ০৪ হাজার টাকায় লেনদেন হয়।

গত সপ্তাহে বস্নকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক, সিঙ্গার বিডি, ড্যাফোডিল কম্পিউটার্স, সিনোবাংলা, ব্যাংক এশিয়া, সোনারবাংলা ইন্সু্যরেন্স, ডিবিএইচ, সুহৃদ, উত্তরা ব্যাংক, রেকিট বেনকিজার, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন, এসিআই এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ।

এছাড়া বস্নকে অংশ নেয়া কোম্পানির তালিকায় রয়েছে- ওরিয়ন ইনফিউশন, আরডি ফুড, এসএস স্টিল, সিটি জেনারেল ইন্সু্যরেন্স, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আইএফআইসি, জাহিন স্পিনিং, বিকন ফার্মাসিউটিক্যাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, এশিয়া ইন্সু্যরেন্স, রিলায়েন্স ইন্সু্যরেন্স, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস কেবলস, বঙ্গজ, ট্রাস্ট ব্যাংক, সায়হাম কটন, ভিএফএস থ্রেড ডাইং, প্রভাতী ইন্সু্যরেন্স এবং ন্যাশনাল ফিড মিলস।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে