logo
শনিবার ২৩ মার্চ, ২০১৯, ৯ চৈত্র ১৪২৫

  অনলাইন ডেস্ক    ০৯ আগস্ট ২০১৮, ০০:০০  

সোয়াককে মাকের্ন্টাইল ব্যাংকের অনুদান

সোয়াককে মাকের্ন্টাইল ব্যাংকের অনুদান
মাকের্ন্টাইল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কমর্সূচির অংশ হিসেবে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-কে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কাযার্লয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা সোয়াকের চেয়ারপারসন সূবণার্ চাকমাকে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডবিøউএম মোতর্জা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হান, এসইভিপি ও সিএফও ড. মো. নুরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন নিবার্হীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে