মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন মাসে ১১শ' কোটি টাকার রাজস্ব আদায় ঢাকা কাস্টমসের

যাযাদি রিপোর্ট
  ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা এবং দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ থাকায় প্রতি অর্থবছরে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটি প্রতি অর্থবছরেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করে সফলতা দেখিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা কাস্টম হাউসকে চলতি অর্থবছরেও প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় এনবিআর। এর বিপরীতে অর্থবছরের প্রথম তিন মাসেই প্রতিষ্ঠানটি ১ হাজার ১২৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাইয়ে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর বিপরীতে জুলাইয়ে সংস্থাটি রাজস্ব আদায় করেছে ৪২৭ কোটি ২ লাখ টাকা। এদিকে আগস্টে ঈদুল আজহা উপলক্ষে রাজস্ব আদায়ে কিছুটা ভাটা পড়ে। ওই মাসে ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় ২৭০ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬৭ কোটি ৭০ লাখ টাকা। তবে গত মাসে সংস্থাটি রাজস্ব আদায় করেছে প্রায় দ্বিগুণ অর্থাৎ ৪৩০ কোটি ৪১ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব আদায়ের পরিমাণ ১ হাজার ১২৮ কোটি ১১ লাখ টাকা।

এনবিআর সূত্রে আরও জানা যায়, ধারাবাহিকভাবে প্রতি অর্থবছরেই ঢাকা কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়ে চলেছে। সংস্থাটি ২০১৭ -১৮ অর্থবছরে রাজস্ব আদায়ে করে ৩ হাজার ৬২৭ কোটি ৯৪ লাখ টাকা এবং ২০১৮ -১৯ অর্থবছরে ৩ হাজার ৭৬৭ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসেই ১ হাজার ১২৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছে ঢাকা কাস্টম হাউজ।

অন্যদিকে এনবিআর বলছে, ঢাকা কাস্টম হাউস ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৩ মাসে রাজস্ব আদায় করে ৭৬১ কোটি ৬ লাখ টাকা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে সংস্থাটির রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৯১২ কোটি ৩২ লাখ টাকা। আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সংস্থাটি রাজস্ব আদায় করেছে ১ হাজার ১২৮ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ গেল দুই অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় এবারও রাজস্ব আদায় অনেকটা বেড়েছে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, 'ঢাকা কাস্টম হাউজ রাজস্ব আহরণে ভালো করছে। কারণ সকল কমর্কতা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এছাড়া এনবিআরের নির্দেশনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ থাকায় রাজস্ব আদায়ে সফল হচ্ছে তারা। আশা করি সংস্থাটি সামনের দিনগুলোতে আরও ভালো করবে এবং ধারাবাহিকতা বজায় রাখবে।'

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, 'এনবিআরের নির্দেশনা ও কাস্টম হাউসের কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কাজ করায় আমরা সফল হচ্ছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71141 and publish = 1 order by id desc limit 3' at line 1