logo
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০  

২ কোম্পানির রোড শো ২০ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্দেশে আগামী ২০ অক্টোবর দুই কোম্পানির রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।

জেএমআই হসপিটাল: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেডের রোড শো আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি), আগারগাঁও, শের-ই-বাংলা নগরে এ রোড শো অনুষ্ঠিত হবে। এতে পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কোম্পানিটির ইসু্য ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইসু্য হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ওমেরা পেট্রোলিয়াম: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) রোড শো আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিশন বস্নু-ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড এ রোড শো অনুষ্ঠিত হবে। এতে পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

কোম্পানিটির ইসু্য ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইসু্য হিসেবে কাজ করছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে