বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোটের আদলে টোকেন ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

নতুনধারা
  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে টাকার বদলে একই মূল্যমানের টোকেন ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রতারণার সম্ভাবনাও থাকে। টাকার বদলে টোকেন ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদ মাধ্যমে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরাঁ এবং শহরাঞ্চলে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল/টোকেন, টিকেট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল/কুপন/টিকেট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তুত্মতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টদের সতর্ক করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক নোটের আদলে খাবারের মূল্য, বিল, কুপন, টিকেট প্রস্তুত ও ব্যবহার একটি দন্ডনীয় অপরাধ। সুতরাং এরূপ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কর্মকান্ড হতে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67954 and publish = 1 order by id desc limit 3' at line 1