logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

দরপতনের শীর্ষে ছিল যারা

যাযাদি রিপোর্ট

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর কমেছে ৩০ দশমিক ৭৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৭ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৫ দশমিক ১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা।

জেএমআই সিরিঞ্জ লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৪ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৯০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, সায়হাম কটন, কে অ্যান্ড কিউ, জেমিনি সী ফুড, স্টাইল ক্রাফট, ওয়াটা কেমিক্যালস ও সায়হাম টেক্সটাইল।

এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সাথে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে গড় লেনদেন ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৭৩৩ টাকা। আগের সপ্তাহে ৪ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৮৬ কোটি ১৮ লাখ ২ হাজার ৩৯৬ টাকা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে