logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ১৬ মে ২০১৯, ০০:০০  

দর বাড়ার শীর্ষে ইউনাইটেড ইন্সু্যরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্সু্যরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৮৫ বারে ৪ লাখ ৪৩ হাজার ৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোট ৬৩ লাখ ৪৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১০ বারে ৩ হাজার ৬৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।

ন্যাশনাল ফিড মিল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৬ দশমিক ৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫২২ বারে ১১ লাখ ২১ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্সু্যরেন্স, সোনার বাংলঅ ইন্সু্যরেন্স, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার লিজিং, পপুলার লাইফ ইন্সু্যরেন্স, প্রিমিয়ার ব্যাংক ও এফএএস ফিন্যান্স।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে