বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের নির্বাচনে কোনো বাধা নেই

যাযাদি রিপোর্ট
  ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে আগামী ২৭ এপ্রিল সংগঠনটির নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এফসিসিআইয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।

এর আগে গত ১৮ এপ্রিল বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি নিয়ে ২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করেন। পরে এই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে এফবিসিসিআই।

ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল বলেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ বজলুর রহমান ঋণ খেলাপি হওয়ায় নির্বাচনী আপিল বোর্ড তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ বজলুর রহমান।

রিটের ওপর শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কিরুদ্ধে গতকাল আপিল বিভাগ স্থগিতাদেশ দেয়ায় আগামী ২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের নির্বাচন হতে বাধা নেই বলে জানান আইনজীবী।

এর আগে গত ৫ ফেব্রম্নয়ারি ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯-২০২১ সেশনের এই নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানো হয়।

গতবার অ্যাসোসিয়েশন গ্রম্নপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এবার শীর্ষ এই পদে নির্বাচিত হবেন চেম্বার গ্রম্নপের একজন। এবার জ্যেষ্ঠ সহ-সভপতি নির্বাচিত হবেন অ্যাসোসিয়েশন গ্রম্নপ থেকে। আর সহ-সভাপতি নির্বাচন হবে চেম্বার গ্রম্নপ থেকে।

এর আগে ২০১৭ সালের ১৪ মে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এফবিসিসিআইয়ের। সে সময় অ্যাসোসিয়েশন গ্রম্নপ থেকে নির্বাচিত হয়েছিলেন বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

এফবিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৬ জানুয়ারি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছের সংগঠনটি। এবারও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান থাকছেন অধ্যাপক আলী আশরাফ এমপি।

অন্যদিকে, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে রাখা হয়েছে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসাবে। নিয়মানুযায়ী, এবারও এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রম্নপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাকি ২৪ জন পরিচালক হবেন মনোনীত। যাদের মধ্যে ১২ জন আসবেন বিজিএমইএ, বিটিএমইএ, বিটিএমএসহ বিভিন্ন খাতের শীর্ষ ১২টি অ্যাসোসিয়েশন থেকে। মনোনীত অন্য ১২টি পরিচালক পদ নির্ধারিত ঢাকা চেম্বার, মেট্টোপলিটন চেম্বার, বাংলাদেশ চেম্বার, চট্টগ্রাম চেম্বারসহ দেশের বড় চেম্বারগুলোর জন্য।

বাংলাদেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিতে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরবর্তীতে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46862 and publish = 1 order by id desc limit 3' at line 1