বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নতুন এসি দিচ্ছে মাসের্ল

যাযাদি রিপোটর্
  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

দেশব্যাপী শুরু হয়েছে ‘মাসের্ল এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের ব্যবহৃত পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তারা মাসেের্লর শোরুমে পুরনো এসি জমা দিয়ে মাসেের্লর যেকোনো মডেলের এসি কিনতে পারবেন। পুরনো এসির বিনিময়ে নতুন মাসের্ল এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। এই সুযোগ থাকছে ফেব্রæয়ারির ৭ তারিখ থেকে ৩১ মাচর্ পযর্ন্ত। এছাড়াও মাসের্ল এসির সকল ক্রেতা প্রতিষ্ঠানটির দক্ষ টেকনিক্যাল টিম কতৃর্ক ফ্রি ইনস্টলেশন সুবিধা পাচ্ছেন।

এসব সুবিধার পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত ইনভাটার্র প্রযুক্তির এসির কম্প্রেসরের গ্যারান্টির মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ১০ বছর করেছে মাসের্ল। আগে ৮ বছরের জন্য মিলতো এই গ্যারান্টি সুবিধা। ক্রেতারা ফেব্রæয়ারির ১০ তারিখ থেকে মাসের্ল ইনভাটার্র এসি ক্রয়ের ক্ষেত্রে কম্প্রেসরের বধির্ত এই গ্যারান্টি সুবিধা পাচ্ছেন।

মাসেের্লর হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, সারা দেশে মাসের্ল পণ্যের গ্রাহকপ্রিয়তা ব্যাপকহারে বাড়ছে। এরই প্রেক্ষিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এসব উদ্যোগ নেয়া হয়েছে। মাসের্ল বিশ্বাস করে, পণ্য বিক্রির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষের প্রতি মাসেের্লর দায়বদ্ধতা রয়েছে। গ্রাহকের হাতে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি পণ্যের সুফল পেঁৗছে দেয়া ও সবোর্ত্তম সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এরই পরিপ্রেক্ষিতে ‘এসি এক্সচেঞ্জ অফার’সহ কম্প্রেসরে দীঘর্স্থায়ী গ্যারান্টি সুবিধা ও ফ্রি ইনস্টলেশন সুবিধা দেয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারের গ্রাহকরা এখন সহজেই ঘরের পুরনো এসি বদলে সাশ্রয়ী মূল্যে মাসেের্লর নতুন এসি কিনতে পারবেন।

মাসের্ল এসির প্রকৌশলীরা জানান, গ্রাহকের হাতে সবার্ধুনিক প্রযুক্তির পণ্য তুলে এসিতে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার্র, আয়োনাইজার, টাবোর্ কুলিং মুড, গোল্ডেন ফিনের মতো বিশ্বের লেটেস্ট প্রযুক্তি যুক্ত করেছেন তারা। ইনভাটার্র কম্প্রেসরের টাবোর্ কুলিং মুড রুমের তাপমাত্রা দ্রæত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠাÐা করে।

এছাড়া ইনভাটার্র প্রযুক্তিতে পিসিবি বা মাদারবোডের্র মাধ্যমে রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রিত হয়। অথার্ৎ, রুমের তাপমাত্রা কমার পাশাপাশি কম্প্রেসরের গতিও কমে আসে। কম্প্রেসরের অ্যাকুইরেসি এবং কুলিং সিস্টেমে নিশ্চিত করেছে সবোর্চ্চ পারফেকশন। কম্প্রেসরে বিল্ট-ইন অটোমেটিক ভোল্টেজ প্রোটেকশন সিস্টেম থাকায় বিদ্যুৎ প্রবাহের বিচ্যুতি বা তারতম্যেও মাসের্ল এসির কম্প্রেসরের তেমন কোনো ক্ষতি হবে না। এসির কনডেনসারে মরিচারোধক গোল্ডেন কালার ফিন ব্যবহার করা হচ্ছে।

কম্প্রেসরে বিশ্বস্বীকৃত সম্পূণর্ পরিবেশবান্ধব আর৪১০এ রেফ্রিজারেন্ট ব্যবহার করছে মাসের্ল। এসব কারণে মাসেের্লর ইনভাটার্র এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয় ৬০ শতাংশ পযর্ন্ত। কম্প্রেসরের স্থায়িত্বও বেড়েছে অনেক।

মাসেের্লর প্রতিটি এসি আন্তজাির্তক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাত করা হয়।

মাসের্ল সূত্রমতে, ১.৫ ও ২ টনের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার্র প্রযুক্তির নতুন মডেলের স্মাটর্ এসি ছেড়েছে তারা। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? স্মাটর্ এসিতে মিলবে এসবের উত্তর। মাসেের্লর স্মাটর্ এসি ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অথার্ৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মাটর্ এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36830 and publish = 1 order by id desc limit 3' at line 1