logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  অনলাইন ডেস্ক    ১১ জুলাই ২০১৮, ০০:০০  

এসএমই উদ্যোক্তাদের জন্য ইস্টাণর্ ব্যাংকের ‘ওয়ান’ কাডর্

এসএমই উদ্যোক্তাদের জন্য ইস্টাণর্ ব্যাংকের ‘ওয়ান’ কাডর্
ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ইবিএল ‘ওয়ান কাডর্’ উদ্বোধন করেছে। ব্যাংকিং সুবিধাসহ এই কাডির্ট এসএমই উদ্যোক্তাদের আইডি কাডর্ হিসেবে কাজ করবে। কাডের্র উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী আলী রেজা ইফতেখার; ডিএইচএল এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার মো. মিরাজুল হক; ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম; গ্রামীণফোনের প্রধান নিবার্হী মাইকেল প্যাটট্রিক ফলে; গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী ফারজানা চৌধুরী এবং ওয়ান প্ল্যাটফমের্র অন্যান্য পাটর্নার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। Ñবিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে