শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরপতনে সপ্তাহ শুরু

যাযাদি রিপোটর্
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটির পর সপ্তাহের প্রথম কাযির্দবসে সূচক এবং লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে। সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ দশমিক ০০ পয়েন্ট । অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবির্ক সূচক সিএএসপিআই কমেছে ৯৭ দশমিক ১৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সবশেষ কাযির্দবসের চেয়ে ১৮৫ কোটি ১৪ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই বাজারে ৪৯৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অন্যদিকে সিএসইতে ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ২৪৪ কোটি ৩৩ লাখ টাকা কম। ওইদিন লেনদেন ছিল ২৫৫ কোটি ৪০ লাখ টাকা। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৩১টির। আর অপরিবতির্ত রয়েছে ৪৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৩ দশমিক ০০ পয়েন্ট কমে ৫ হাজার ২১৮ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০১ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪২ পয়েন্টে।

সিএসইর সাবির্ক সূচক সিএএসপিআই ৯৭ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮ দশমিক ৪৬ পয়েন্টে। এই বাজারে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭১টির এবং অপরিবতির্ত রয়েছে ২৪টির দর। সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীষের্ উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।

এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সবের্শষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৮ বারে ৯ লাখ ৭৭ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৯৮ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ানর্ ডায়িং লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সবের্শষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৫৫০ বারে ১৬ লাখ ৯৩ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৭ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27581 and publish = 1 order by id desc limit 3' at line 1