বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টানা উত্থানে শেয়ারবাজার

যাযাদি রিপোটর্
  ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার প্রধান মূল্যসূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। এর মাধ্যমে উভয় শেয়ারবাজারের প্রধান মূল্যসূচক টানা ৪ কাযির্দবস বাড়াল। এদিন দুই বাজারেই প্রধান সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩১টি প্রতিষ্ঠান; আর অপরিবতির্ত রয়েছে ৩৩টির দাম। গতকাল বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আগের কাযির্দবসে লেনদেন হয় ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৮৯ লাখ টাকা। টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটারের শেয়ার। কোম্পানিটির মোট ৩৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টানর্ মেরিন শিপইয়াডর্। আর ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস কেবলস, সায়হাম কটন, এমএল ডাইং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অ্যাডভেন্ট ফামার্সউটিক্যালস এবং খুলনা পাওয়ার লিমিটেড। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবির্ক মূল্যসূচক সিএসসিএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে গতকাল মোট ২৪৭টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৫টির। আর অপরিবতির্ত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<25644 and publish = 1 order by id desc limit 3' at line 1