শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
শিল্প মন্ত্রণালয়ের পর্যালোচনা সভা

চামড়া শিল্প নগরীর সিটিপির কাজ দ্রম্নত শেষ করার নির্দেশ

সার সংরক্ষণে ১৩টি বাফার গোডাউনের কাজ এবং নতুন ৩৪টি বাফার গোডাউনের নির্মাণ প্রক্রিয়া দ্রম্নত শেষ করার নির্দেশ দেন শিল্পমন্ত্রী
যাযাদি রিপোর্ট
  ৩০ জুন ২০২০, ০০:০০

আসন্ন ঈদুল আজহার আগেই সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপির অবশিষ্ট কাজ অতিদ্রম্নত সমাপ্তের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা সভা থেকে এ নির্দেশনা দেয়া হয়। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বৃহৎ প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শীর্ষে বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে গত মে পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শীর্ষস্থানে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, বৃহৎ বরাদ্দ প্রাপ্ত ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে এ সময় পর্যন্ত শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সর্বোচ্চ ৭৯ দশমিক শূন্য ৩ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে।

সভায় আরো জানানো হয়, কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত অ্যালকোহলের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আরো পাঁচটি নতুন লাইসেন্স পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান কার্যালয়ের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন শিল্প কারখানাগুলোয় অস্থায়ী শ্রমিক নিয়োগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। এছাড়া বিএসএফআইসির আওতাধীন ১৪টি চিনিকলে বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপনের কাজ দ্রম্নত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সভায় তাগাদা দেয়া হয়।

সভায় শিল্পমন্ত্রী সারের সংরক্ষণে নির্মাণাধীন ১৩টি বাফার গোডাউনের কাজ দ্রম্নত সমাপ্ত করার নির্দেশনা দেন এবং নতুন ৩৪টি বাফার গোডাউনের নির্মাণ প্রক্রিয়া দ্রম্নত শেষ করার স্বার্থে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মাধ্যমে বাস্তবায়ন করার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104254 and publish = 1 order by id desc limit 3' at line 1