শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিড়ি শ্রমিকদের মানববন্ধন

যাযাদি রিপোর্ট
  ২৬ জুন ২০২০, ০০:০০

বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধনে অর্ধসহস্রাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধনে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রায় সভাপতি এমকে বাঙ্গালী বলেন, এবারের বাজেটে প্রতি প্যাকেটে বিড়ির মূল্যস্তর ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ট্যাক্স বাড়বে ২৯ শতাংশ। অথচ নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা এবং সম্পূরক শুল্ক ২ শতাংশ বাড়ানোর পরও ট্যাক্স বেড়েছে মাত্র ৮.৪২ শতাংশ। বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক শুল্কনীতির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিড়ি শ্রমিকদের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিড়িতে কর কমানোর নির্দেশ দিয়েছিলেন। বহুজাতিক কোম্পানির আগ্রাসনে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মানা হয়নি। বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রমিকদের জন্য এটি 'মড়ার ওপর খাঁড়ার ঘা' হয়ে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<103821 and publish = 1 order by id desc limit 3' at line 1