বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেটফ্লিক্স-অ্যামাজনের বিলে ১৫% ভ্যাট দিতে হবে

যাযাদি রিপোর্ট
  ২০ জুন ২০২০, ০০:০০

অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেল নেটফ্লিক্স, অ্যামাজন, কিংবা ভারতীয় জি-৫ সিরিজ ও প্রাইমের মতো জনপ্রিয় স্ট্রিমিং সাইটগুলোর বিলের বিপরীতে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দিতে হবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সংক্রান্ত চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। জানা গেছে, নেটফ্লিক্স, অ্যামাজন, প্রাইম, ভারতীয় জি-৫ সিরিজের কয়েকটি চ্যানেল, হইচই, টিকটকসহ অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেলগুলো বেশ জনপ্রিয়। এসব চ্যানেল নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখতে হয়। এতে কোনো ধরনের ভ্যাট ছাড়াই বিপুল অঙ্কের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।

এখন থেকে এসব চ্যানেল সাবস্ক্রিপশন করতে হলে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করতে হবে। এ নিয়ম আগেও ছিল। তবে ভ্যাট আদায় হতো না। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন এ ভ্যাট আদায় করে এ জন্য চিঠি দিয়েছে এনবিআর। বিশেষ করে ক্রেডিট কার্ডে সাবস্ক্রিপশন ফি জমা দিলে ব্যাংক সেখান থেকে ভ্যাট কর্তন করবে। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে সব ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এনবিআর সূত্রে জানা যায়, চিঠিতে অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর গ্রাহকরা যে ফি প্রদান করে- বেশিরভাগ ক্ষেত্রে তারা অর্থ প্রদানের জন্য ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করে। মূসক ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুসারে, এই জাতীয় চ্যানেলগুলোর সাবস্ক্রিপশন সেবা হিসাবে বিবেচিত হয়। যার পরিষেবা কোড ০৯৯.২০। কিন্তু এনবিআর এ খাত থেকে কোনো ভ্যাট পাচ্ছে না।

বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে এ সংক্রান্ত সেবার চার্জের হিসাবে ক্রেডিট কার্ডের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখতে পারে। তাই বাংলাদেশ ব্যাংক যেন এ বিষয়ে নির্দেশনা দেয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে অনলাইন স্ট্রিমিং সাইটগুলোকে ভ্যাটের আওতার বিষয়ে বিধান সংযুক্ত করা হয়। কিন্তু মনিটরিংয়ের অভাবে ব্যাংকগুলো ভ্যাট কর্তন না করায় বিধানটি এখনো কার্যকর হয়নি। চিঠিতে আরও বলা হয়- দেখা যাচ্ছে, এসব সাবস্ক্রিপশন ফি'র বিপরীতে এনবিআর কোনো মূসক পাচ্ছে না। এ সেবাটির মূল্য পরিশোধ কার্যক্রমটি যেহেতু ক্রেডিট কার্ড নির্ভর, তাই সব বাণিজ্যিক ব্যাংক পরিশোধিত মূল্যের ওপর ১৫ শতাংশ হারে মূসক গ্রাহকদের কাছ থেকে আদায়পূর্বক ট্রেজারিতে পরিশোধ করতে পারে।

\হকিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে তারা কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছে না বলে জানা যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে মূসক আদায় করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো।

জানা গেছে, এখন সবচেয়ে জনপ্রিয় নেটফ্লিক্সের সর্বনিম্ন গ্রাহক ফি মাসে ৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় ৬৮০ টাকা (৮৫ টাকা ডলার ধরে)। এর ওপর ভ্যাট দিতে হবে ১০২ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<103102 and publish = 1 order by id desc limit 3' at line 1