বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মে মাসের বেতন পাননি ১৬৯ পোশাক কারখানার শ্রমিক

যাযাদি রিপোর্ট
  ২০ জুন ২০২০, ০০:০০

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অধীন দেশে এক হাজার ৯২৬টি তৈরি পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে এক হাজার ৭৫৭টি কারখানা শ্রমিকদের মে মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। তবে এখনো ১৬৯টি কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পাননি।

বৃহস্প?তিবার এ তথ্য জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি।

বিজিএমইএ বলছে, এক হাজার ৯২৬টি কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় রয়েছে ৩৩৩টি। এর মধ্যে বেতন দিয়েছে ২৮৬টি প্রতিষ্ঠান। সাভার-আশুলিয়ায় ৪১২টির মধ্যে বেতন দিয়েছে ৩৯২টি, নারায়ণগঞ্জে ১৯৮টি কারখানার মধ্যে বেতন দিয়েছে ১৮৯টি, চট্টগ্রামে ২৫২টি কারখানার মধ্যে ২০৯টি এবং প্রত্যন্ত এলাকার ১৮টি গার্মেন্টের মধ্যে ১৩টি গার্মেন্টের মালিক তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছেন।

সব মি?লিয়ে মে মাসের বেতন প?রিশোধ করেছে চালু থাকা ৯১ শতাংশ বা এক হাজার ৭৫৭টি তৈরি পোশাক কারখানা। তবে ৯ শতাংশ অর্থাৎ ১৬৯টি কারখানার শ্রমিকদের বেতন ১৮ জুন পর্যন্ত পরিশোধ করেননি মালিকরা।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজ থেকে উৎপাদনের নূ্যনতম ৮০ শতাংশ পণ্য রপ্তানি করছে এমন সচল প্রতিষ্ঠান সুদবিহীন সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ নিতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<103093 and publish = 1 order by id desc limit 3' at line 1