বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৭ মে ২০২০, ০০:০০

প্রিমিয়ার লিগ বিষয়ে এএফসির নির্দেশনা পেল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থা শনিবার তাদের মতামত জানিয়ে দিয়েছে বাফুফেকে। এএফসি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। শুধু বলেছে, 'তোমরা যে সিদ্ধান্ত নাও, তা দ্রম্নত জানিয়ে দাও আমাদের।'

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, 'এএফসির বক্তব্য হলো, এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ভারতও লিগের ইতি টেনেছে। এখন তোমরা যেটা ভালো মনে করো, সেই সিদ্ধান্ত নিতে পারো।' বাফুফে যে সিদ্ধান্ত নেয় তা দ্রম্নতই জানিয়ে দিতে হবে এএফসিকে। তারপর এএফসির সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তারা। ক্লাবগুলো এবারের লিগটা আর খেলতে চায় না। তাই বাফুফের সামনে দুটি পথ। প্রথমত লিগ বাতিল করে দেওয়া এবং দ্বিতীয়ত লিগ সমাপ্ত ঘোষণা করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা। এ নিয়ে এএফসির কোনো বাধ্যবাধকতা নেই। হিসাব পরিষ্কার- বাফুফে লিগ বাতিল করলে ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সে ক্ষেত্রে বাংলাদেশের একটি কোটা নষ্ট হবে এএফসি কাপের। আর লিগ সমাপ্ত ঘোষণা করলে দুটি দল খেলতে পারবে এএফসি কাপে।

সৌরভের আইসিসির সভাপতি হওয়া উচিত!

ক্রীড়া ডেস্ক

ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ এরই মধ্যে দিয়েছেন তিনি। সৌরভে মুগ্ধ দেশটির সাবেক ওপেনার ডেভিড গাওয়ার। তার মতে, আইসিসি প্রেসিডেন্ট হওয়ার দক্ষতাও রয়েছে গাঙ্গুলির। গাওয়ারের মতে, আইসিসি প্রধানের চেয়ে ভারতীয় বোর্ড সভাপতির দায়িত্ব সামলানো কঠিন।

একটি অনলাইন শো-তে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় উত্তরসূরী সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বলেন, 'এতো দিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, ভারতীয় বোর্ডের দায়িত্ব সামলানো মোটেও সহজ কাজ নয়। অনেক কিছু জানতে হয় একজন বোর্ড প্রেসিডেন্টকে। সৌরভের মতো ব্যক্তিত্বের জন্য এ ধরনের দায়িত্বই মানায়।'

তিনি বলেন, 'ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক মুনশিয়ানা দরকার হয়। ক্রিকেটের বাইরেও একাধিক বিষয়ে চোখ রাখতে হয় ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টকে। সৌরভের সেই রাজনৈতিক মুনশিয়ানা আছে।'

গাওয়ার বলেন, 'ভারতীয় ক্রিকেটভক্তরা প্রচন্ড উৎসাহী। তাই প্রশাসকের চাপটাও অনেক বেশি। তবে সৌরভ শুরুটা খুব ভালো করেছে।'

শচিনের কাছে ক্ষমা চাইল স্পার্টান

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার ব্যাট উৎপাদনকারী স্পোর্টস ইন্টারন্যাশনাল কোম্পানি স্পার্টানের সঙ্গে বকেয়া ২ মিলিয়ন ডলারের মামলার ইতি টানলেন ভারতের মাস্টার বস্নাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর তার কাছে ক্ষমাও চাইল প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে দশ বছরের জন্য টেন্ডুলকারের সঙ্গে চুক্তি করেছিল স্পার্টান প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো ব্যবহার করতে পারবে স্পার্টান। এজন্য টেন্ডুলকারকে বছরে ১ মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল তাদের। চুক্তির নামও ছিল 'শচীন বাই স্পার্টান'। স্পার্টান প্রতিষ্ঠানের হয়ে টেন্ডুলকার মুম্বাই ও লন্ডনে প্রচারও করেছেন।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি টেন্ডুলকারের নাম, ছবি ও লোগো নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করলেও তাকে রয়্যালিটির অর্থ দিচ্ছিল না। এ ব্যাপারে স্পার্টান প্রতিষ্ঠানকে কয়েকবারই লিখিতভাবে সতর্ক করেন টেন্ডুলকার। কিন্তু তাতেও কোনো সাড়া দেয়নি স্পার্টান। পরে বাধ্য হয়ে গেল বছর স্পার্টানের বিরুদ্ধে দেওয়ানি

মামলা করেন টেন্ডুলকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<99763 and publish = 1 order by id desc limit 3' at line 1