মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিপিএলে ফিক্সিং চেষ্টায় নিষিদ্ধ শফিকউলস্নাহ

ক্রীড়া ডেস্ক
  ১২ মে ২০২০, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে সিলেট থান্ডার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান শফিকউলস্নাহ শাফাককে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ মেলায় তার বিরুদ্ধে এমন সাজার রায় এলো।

রোববার এই সাজা ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানায়, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর এবং ২০১৯-২০ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব শেষ আসরে শাফাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। যার মধ্যে একটি ছিল সিলেট থান্ডারের হয়ে খেলার সময় ম্যাচ পাতানোর চেষ্টা করা। তদন্তের পর এসব অভিযোগের প্রমাণ পায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এন্টিকরাপশন ইউনিট। বিপিএলে সিলেট থান্ডারের হয়ে খেলেছিলেন। শাফাকের বিরুদ্ধে চারটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় এসিবি। নিজের বিরুদ্ধে এসব অভিযোগ শাফাক মেনেও নিয়েছেন।

বিপিএলে সিলেট থান্ডার ১২ ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচেই জিততে পেরেছিল। দলটির একাধিক সন্দেহজনক আচরণ নিয়ে তখন খবর বেরিয়েছিল গণমাধ্যমে।

শাফাক যেসব ধারায় সাজা পেয়েছেন তাতে উলেস্নখ আছে, 'ইচ্ছাকৃতভাবে খারাপ খেলা, অন্যকে পুরস্কার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে খারাপ খেলতে প্রভাবিত করা বা প্রভাবিত করার চেষ্টা করা।'

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিটের সিনিয়র ম্যানেজার সাঈদ আনোয়ার শাহ বিবৃতিতে বলেন, 'এটা গুরুতর অপরাধ, যেখানে একজন সিনিয়র খেলোয়াড় একটি হাই প্রোফাইল ঘরোয়া আসরে দুর্নীতিতে যুক্ত হয়েছেন। এছাড়া বিপিএল-২০১৯'র মতো বিদেশি আসরেও একজন সতীর্থকে দুর্নীতির প্রস্তাব দিয়ে পরে ব্যর্থ হন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<99169 and publish = 1 order by id desc limit 3' at line 1