বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ইয়ান চ্যাপেল

বিভিন্ন ধরনের ক্রিকেট একসঙ্গে চলবে না

ক্রীড়া ডেস্ক
  ১১ মে ২০২০, ০০:০০

সত্যি কথাটা বলে ফেলেন নির্দ্বিধায়। কোনো ভনিতা নেই। তিনি স্পষ্টবাদী। কোনো বিষয়ে নিজের মত দিতে কুণ্ঠিত নন কখনো। ইয়ান চ্যাপেলকে আপনি ভালো বাসতে পারেন, নাও পারেন, তাতে তার কিছুই এসে যায় না। তবে ক্রিকেটের বিশ্বসংসারের অনেকেই কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মন্তব্যের অপেক্ষায় থাকে। এই ক্রিকেট পন্ডিতের মন্তব্য বা মূল্যায়ন যে অনেকাংশেই খেটে যায়।

তার সাম্প্রতিক বক্তব্যটি যদি খেটে যায় ক্রিকেটের 'সম্প্রসারণবাদী' ধারণাটি একটু ধাক্কা খাবে। কিংবা অন্যভাবেও বলা যায়, যারা নানা ধরনের ক্রিকেট-পসরা সাজাতে চলেছেন, তাদের মন খারাপ হবে। চ্যাপেল বলেছেন, ভবিষ্যতে একই সঙ্গে ক্রিকেটের তিনটি সংস্করণের চলার পথটা খুব কঠিন হয়ে যাবে। তিনটি কেন, ইংল্যান্ডের প্রস্তাবিত ১০০ বলের প্রতিযোগিতা দ্য হান্ড্রেড যুক্ত হলে সংস্করণ দাঁড়াবে চারটি। করোনাভাইরাসের রূঢ় বাস্তবতা ইয়ান চ্যাপেলকে বিশ্বাস করতে বাধ্য করছে যে ভবিষ্যতে ক্রিকেটের এতগুলো সংস্করণ একসঙ্গে চলবে না। চ্যাপেল ভাইদের বড়জন দ্য হান্ড্রেড চালু করতে যাওয়ার কোনো যুক্তিই দেখেন না।

ইয়ান চ্যাপেলে বলেছেন, 'খেলাটার প্রতি তরুণ সমর্থকদের আকৃষ্ট করার ক্ষেত্রে আমি মনে করি টি২০ বেশ কার্যকর। আমি আগে থেকেই বলে আসছি যে ক্রিকেটের কাজ এটি নিশ্চিত করা যে এই তরুণদের টি২০র ভক্তের চেয়ে ক্রিকেটভক্তরূপে গড়ে তোলা। আমি নিশ্চিত নই যে খেলাটা একইসঙ্গে তিন ফরম্যাট বা চার ফরম্যাটে চলতে পারবে যদি আপনি দ্য হান্ড্রেডকেও ধরেন।'

রাজদীপ সারদেশাইয়ের সঞ্চালনায় 'সনি টেন পিট স্টপ' অনুষ্ঠানে চ্যাপেল আরও বলেছেন, '১২০ বল থেকে ১০০ বলে যাওয়ার কোনো যুক্তি দেখি না আমি। কিন্তু আমি চাইব না যে ৫০ ওভারের খেলাটা চলে যাক, কারণ আমি মনে করি এটি খুব ভালো সময় এবং এখনো এর মধ্যে ক্রিকেট আছে। আমি ৫০ ওভারের খেলাটা উপভোগ করি। আমি ওপরের তিনে ব্যাট না করলে মনে হয় না টি২০কে আমি ততটা উপভোগ করতাম।'

এই অনুষ্ঠানে ভারতের কিংবদন্তি স্পিনার এরাপলস্নী প্রসন্নের কথা উঠেছে। তার খেলোয়াড়ি জীবনে যত স্পিনারের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে প্রসন্নকেই সেরা মনে করেন ইয়ান চ্যাপেল। ১৯৬৭-৬৮ সিরিজে অস্ট্রলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের মুখোমুখি হয়ে ২৫ উইকেট নিয়েছিলেন সাবেক ভারতীয় স্পিনার!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<99064 and publish = 1 order by id desc limit 3' at line 1