মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

অনিশ্চিত নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

করোনাভাইরাস পরিস্থিতি আগামী আগস্টে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরও হুমকির মুখে ফেলেছে। ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, অনিচ্ছাসত্ত্বেও করোনাভাইরাসের কারণে আগামী জুন-জুলাইয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করতে পারে তার দেশ। একইসঙ্গে আগস্টে বাংলাদেশ সফর নিয়েও দ্বিধার কথা জানিয়েছেন তিনি।

করোনার কারণে এরইমধ্যে কিছু সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া থেকে ফিরেছে ওয়ানডে সিরিজের মাঝপথেই। দেশ ও খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে আসন্ন কিছু সিরিজ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট।

সামনে ব্যস্ত সূচি ছিল নিউজিল্যান্ডের। জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে বাংলাদেশ সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি সব ভেস্তে দিতে পারে।

গতকাল শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দি। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালোও দেখতে হবে।'

ইতোমধ্যে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলংকা সিরিজ স্থগিত হয়েছে, যা এপ্রিলের শেষে হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের ভাগ্য ভালো যে তাদের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই করোনাভাইরাস আঘাত হানে। ঘরের মাঠে দ্বিপাক্ষিক কোনো সিরিজ স্থগিত করতে হয়নি কিউইদের, 'নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।'

আপাতত নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, 'আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।'

খেলাধুলার উন্নতির জন্য বার্ষিক আর্থিক প্রণোদনার ব্যবস্থার কথা জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। টিভিস্বত্ব ও পৃষ্ঠপোষকতা থেকে যে আয় হতো তা বন্ধ হয়ে যাওয়াতে ক্ষতির সম্মুখীন খেলাধুলার ফেডারেশন ও বোর্ডগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে এই সিদ্ধান্ত দেশটির সরকারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95161 and publish = 1 order by id desc limit 3' at line 1