শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রান মেশিন নিয়ে বাংলাদেশে আসছে কিউইরা!

ক্রীড়া ডেস্ক
  ০১ এপ্রিল ২০২০, ০০:০০
ডেভন কনওয়ে

জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটার হয়ে ওঠা, সবই দক্ষিণ আফ্রিকায়। কিন্তু জন্মভূমিতে থমকে গিয়েছিল ক্রিকেটের পথচলা। ক্যারিয়ারকে নতুন গতি দিতে ডেভন কনওয়ে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে। সেখানেই খুলেছেন সাফল্যের দুয়ার। খ্যাতি পেয়েছেন 'রান মেশিন' হিসেবে। আগামী আগস্টে কিউইদের হয়েই তাকে দেখা যেতে পারে বাংলাদেশ সফরে!

নিউজিল্যান্ডের হয়ে কনওয়েকে খেলার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে আইসিসি। ২৮ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান আগামী ২৮ আগস্ট থেকে কিউইদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন।

কনওয়ের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে বিশেষ এক অনুমতিও দিয়েছে আইসিসি। নিউজিল্যান্ড চাইলে ২৮ আগস্টের আগেই তাকে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলাতে পারে। ১২ আগস্ট শুরু হওয়ার কথা নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর। কিউইদের 'এ' দলের ভারত সফর শুরু হওয়ার কথা ১৫ আগস্ট। এই দুই সফরেই বিবেচনা করা যাবে তাকে।

১৯৯১ সালে জোহানেসবার্গে জন্ম কনওয়ের। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় স্তরে নিয়মিত খেলেছেন তিনি। শীর্ষ স্তরে যতটুকু সুযোগ মিলেছে, খুব ভালো করতে পারেননি। ২০১৭ সালের সেপ্টেম্বরে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেখানে ওয়েলিংটনের হয়ে খেলার সুযোগ পান দ্রম্নতই। দেশ বদলে ঘুরে যায় তার জীবনের মোড়ও।

ওয়েলিংটনের হয়ে তার পারফরস্যান্স প্রায় অবিশ্বাস্য। ২০১৯-২০ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণের টুর্নামেন্টে রানের তালিকায় তিনি ছিলেন শীর্ষে। তার নৈপুণ্যে ঘরোয়া ক্রিকেটে 'ডাবল' জিতেছে ওয়েলিংটন। আগের মৌসুমেও রানের তালিকায় শীর্ষে ছিলেন দুই সংস্করণের টুর্নামেন্টে।

সবমিলিয়ে ওয়েলিংটনের হয়ে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২.৬৩ গড়ে তিনি করেছেন ১৫৯৮ রান। চারটি সেঞ্চুরির মধ্যে আছে গত অক্টোবরে অপরাজিত ৩২৭ রানের এক ইনিংস।

ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে তার সুযোগ পাওয়াকে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম বলছে কেবল আনুষ্ঠানিকতা। তবে কনওয়ে নিজে এতটা সহজ মনে করছেন না, 'এটা দারুণ ব্যাপার যে নিশ্চিত একটি তারিখ এখন আছে, ২৮ আগস্ট। এটি মনে করিয়ে দেবে যে কাছাকাছিই আছি। তবে বিবেচিত হওয়া মানেই দলে নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নয়।'

'আমি দারুণ খুশি এটি জানতে পেরে (অনুমতি পাওয়ার খবর), তবে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আশা করি, বস্ন্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পাব আমি। এই মুহূর্তে দলটি দারুণ, বিশ্বমানের সব ক্রিকেটার আছে এখানে এবং এই দলে জায়গা করে নেয়া সহজ হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94841 and publish = 1 order by id desc limit 3' at line 1