logo
শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ২৬ মার্চ ২০২০, ০০:০০  

অলিম্পিক পেছানোয় লাভ রোমান সানার!

আগামী ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পক। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সেটি পেছানো হয়েছে এক বছর। আর এই ঘোষণার পর বাংলাদেশের সব ক্যাম্পই এখন স্থগিত। এমন খবরে অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। এখন যে পরিস্থিতি তাতে পুরো দেশই এখন লকডাউনে। যার যার বাড়িতে চলে গেছেন আর্চাররা। আপাতত ৪ এপ্রিল পর্যন্ত ক্যাম্প বন্ধ থাকছে। স্বাভাবিকভাবে এমন মহামারিতে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আক্রান্ত হতে পারেন যে কেউ।

অলিম্পিক বন্ধ হয়ে যাওয়াতে রোমান সানা অবশ্য মনে করছেন লাভটা হয়েছে তার নিজের। কীভাবে? রোমান বলেছেন, 'করোনার কারণে বিশ্বের কোন প্রতিযোগিতাতে অংশ নেওয়ার সুযোগ নেই। হয় প্রতিযোগিতা বন্ধ হয়েছে, নয়তো স্থগিত। এখন এই অবস্থায় টোকিও অলিম্পিকে খেলা আমার জন্য কঠিন হয়ে যেতো। বর্তমান অবস্থায় এক বছর সময় পাওয়া গেল। তাতে করে নিজেকে আরও শাণিত করে নেওয়ার সুযোগ মিলল।'

এখন আপাতত খুলনাতে নিজের বাসাতেই সময় কাটাচ্ছেন তিনি। কী কী করবেন, তার একটা আভাস দিয়েছেন, 'মাত্র তো বাসায় এলাম। আপাতত ছুটি কাটাবো। তারপর ফিটনেসের দিকে নজর দেব।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে