শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির দারুণ জয় জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের চার দেখায় রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের ম্যাচ দুটিতে ড্র করলেও রিয়ালের মাঠে দুটি ম্যাচেই হেরেছিল সিটিজেনরা। অবশেষে সেই আক্ষেপ এবং অপেক্ষারও অবসান হলো। পঞ্চমবারের চেষ্টায় রিয়ালকে হারানোর স্বাদ নিল ম্যানসিটি। পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষদিকে দুবার লক্ষ্যভেদ করে পেপ গার্দিওলার শিষ্যরা জয় তুলে নিল সান্তিয়াগো বার্নাবু্যতে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। এদিকে রাতের আরেক ম্যাচে অলিম্পিক লিঁওর মাঠে ১-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।

যদিও শেষ ষোলোর ড্র ভাগ্যে অলিম্পিক লিঁওকে পেয়ে খুশিই হওয়ার কথা ছিল জুভেন্টাসের। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অন্তত বড় দলকে তো এড়ানো গেছে। কিন্তু মাঠের ফুটবলে উল্টো চিত্র দেখল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। জয়ের ক্ষুধায় নিজেদের প্রমাণে প্রাণপণ লড়ে যাওয়া লিঁও ইতিহাস লিখল ইতালিয়ান জায়ান্টদেরকে ১-০ গোলে হারিয়ে। সিরি'আতে টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড গড়া রোনালদো ছিলেন নিষ্প্রভ। ১৭ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ তুরিনে জুভদের বড় পরীক্ষয় পাস করাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের রাজা সিআর সেভেনকেই। তবে ফিরতি লেগ ঘরের মাঠে হওয়ায় আশার পালে হাওয়া লাগছে জুভেন্টাসের।

সান্তিয়াগো বার্নাবু্যতে গোলশূন্য প্রথমার্ধের পর ৬০তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। তবে ৭৮তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের গোলে দারুণভাবে সমতায় ফেরে ম্যানসিটি।

এরপর স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ৮৩তম মিনিটে স্পট কিক থেকে অতিথিদের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রম্নইন। পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি রিয়াল। ম্যাচের ৮৬তম মিনিটে তাদের গোলমুখে ছুটতে থাকা জেসুসকে পেছন থেকে টেনে ধরে সরাসরি লাল কার্ড পান সার্জিও রামোস। রিয়ালের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে এই নিয়ে ২৬তম বারের মতো লালকার্ড দেখলেন এই স্প্যানিশ তারকা ডিফেন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90360 and publish = 1 order by id desc limit 3' at line 1