বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত সালমারা

mswÿß †¯‹vi A‡÷ªwjqv : 189/1 (20 Ifv‡i, wnwj 83, gywb 81* MvW©bvi 22* mvjgv 1/39)| evsjv‡`k : 103/9 (20 Ifv‡i, kvgxgv 13, wbMvi myjZvbv †R¨vwZ 19, dviRvbv 36, iægvbv 13, ¯‹vU 3/21 †Rvbv‡mb 2/17)| dj : A‡÷ªwjqv 86 iv‡b Rqx| g¨vP †miv: A¨vwjmv wnwj|
ক্রীড়া প্রতিবেদক
  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
নারী টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বোলিং তোপে এভাবেই একের পর এক বিধ্বস্ত হতে থাকেন টাইগ্রেসরা -ওয়েবসাইট

নারী টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না বাংলাদেশ। ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে সালমা খাতুনের দল। অ্যালিসা হিলি ও বেথ মুনির রেকর্ড জুটিতে রানের পাহাড়ে চড়ল অস্ট্রেলিয়ার মেয়েরা। বোলিং-ফিল্ডিংয়ে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখানো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তাই জ্বলে উঠতে হতো ব্যাট হাতে, গড়তে হতো রেকর্ড। কিন্তু পারেননি নিগার সুলতানা-ফারজানা হকরা। কখনোই অস্ট্রেলিয়ার মুখোমুখি না হওয়া বাংলাদেশের মেয়েরা ১৯০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে টাইগ্রেসরা। টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় একপ্রকার নিশ্চিত হলো বাংলাদেশের। এই ম্যাচ থেকে বাংলাদেশ মূলত ছিটকে যায় শুরুতেই; বোলিংয়ে। আর ব্যাটিংয়ে পুরোটা সময় যা করল, তাতে কখনো ম্যাচ জয়ের ধারেকাছেও থাকল না দল। ধারণা সত্যি করেই বাংলাদেশের নারী দল ম্যাচ হারল বড় ব্যবধানে। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও শ্রীলংকা। বিশাল টার্গেটের এই ম্যাচে জিততে হলে ব্যাট হাতে ঝড়ো ইনিংসের প্রয়োজন মেটাতে পারেননি কোনো ব্যাটার। শেষ ৬ বলে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন দাড়ায় ৯০ রানের! রান ও বলের এই ব্যবধানই জানিয়ে দিচ্ছে কোনো সময়ে ম্যাচে নূ্যনতম সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে মন্থরগতিতে শুরু করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা। দলীয় ১৯ রানের মাথায় টাইগ্রেস শিবিরে আঘাত হানেন মেগান স্কাট। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ১৬ বলে ৮ রান করে ফিরে যান মুর্শিদা খাতুন। এক বল পরেই স্কাটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শামিমা সুলতানা (১৩ রান)। সানজিদা ইসলাম ৩ রানে ফিরলে ২৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়েন। তবে এই জুটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে। সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা। জ্যোতির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। শেষদিকে আসা যাওয়ার মিছিলে যোগ দেন সব ব্যাটসম্যান। শেষ ৮ রান করতেই ৫ উইকেট হারায় টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৩ উইকেট নেন স্কাট। এছাড়া জেস জোনাসেন নেন দুটি উইকেট। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন মেগ ল্যানিং। শুরু থেকেই মেরে খেলতে থাকেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। জাহানারা আলমের প্রথম ওভারেই আসে ১২ রান। প্রথম পাওয়ার পেস্ন থেকে ৫৩ রান তুলে নেন দুজন। ওপেনিং জুটিতে ১৫১ রান তোলার পথে দুজনই তুলে নেন অর্ধশতক। ৫৩ বলে ৮৩ রান করে সালমা খাতুনের বলে অ্যালিসা হিলি ফিরে গেলে ভাঙে সে জুটি। ওয়ানডাউনে নামা অ্যাশলে গার্ডনার ছিলেন আরও বেশি বিস্ফোরক। ৯ বলে ১টি ছয় ও ৩টি চারে তার খেলা ২২ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তোলে স্বাগতিক মেয়েরা। অপরপ্রান্তে ৫৮ বলে ৮১ রানে অপরাজিত থাকেন ওপেনার বেথ মুনি। বাংলাদেশের একমাত্র সফল বোলার সালমা খাতুন ৪ ওভারে ৩৯ রান খরচায় নেন হিলির উইকেটটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে