শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
নিউজিল্যান্ড ভারত টেস্ট সিরিজ

নিউজিল্যান্ডের বড় জয়

ক্রীড়া ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ভারতও দশ উইকেটে হারে এটা বোধ হয় বিশ্বাস করানো কঠিন যে কাউকে। কিন্তু কিউইদের কাছে গিয়ে দশ উইকেটের ব্যবধানে হারলো এবং অল্পের জন্য বেঁচে গেল ইনিংস ব্যবধানে হারের থেকে।

পাঁচ ম্যাচের টি২০ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারানোর পর তিন ওয়ানডের সিরিজে উল্টো ধবলধোলাই হয় ভারত। এবার শুরু টেস্ট সিরিজ। শুরুতেই হারল সফরকারীরা এবং সেটি ইতিহাস গড়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় যুগ আগে ভারত ১০ উইকেটে হেরেছিল। বিরাট কোহলির জন্য এই হারটি আরও লজ্জার। তার অধীনে এটি ভারতের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বড় হার। এর আগে লর্ডসে ২০১৮ সালে ১৫৯ রান ও ইনিংস ব্যবধানে হেরেছিল তার দল।

টানা সাত টেস্ট জিতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে খেলতে নেমেছিল ভারত। অপরদিকে স্বাগতিক নিউজিল্যান্ড পরপর তিনটি ম্যাচ হেরে মাঠে নামে। উইলিয়ামসনদের বিপক্ষে কোহলিদের ফেভারিট হিসেবে ধরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ওয়েলিংটনে খারাপ বোলিং এবং ততোধিক লজ্জার ব্যাটিংয়ের ফলস্বরূপ মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে একশতম টেস্ট ম্যাচ জয় স্মরণীয় করে রাখল নিউজিল্যান্ড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

সফরকারী ভারত চতুর্থদিনের শুরুটা করেছিল স্বাগতিকদের চেয়ে ৩৯ রান পিছিয়ে থেকে। হাতে ছিল ৬ উইকেট। আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী এবং ঋশভ পান্ত থাকায় তখনো লড়াইয়ের আশা দেখছিল ভারত। কিন্তু বুমরা-শামিদের সুইং যত সহজে সামলে দিয়েছিলেন স্বাগতিকরা, চতুর্থ দিনের সকালে বোল্ট-সাউদিদের সুইংয়ে ততটাই বিধ্বস্ত হলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা।

বোল্টের বলে প্রথমে ফেরেন রাহানে (২৯)। স্কোরবোর্ডে এক রান না বাড়িয়েই পরের ওভারেই ফেরেন হনুমা বিহারী (১৫)। এরপর শুধু আসা-যাওয়ার মিছিল। আশা দেখানো ঋশভ ফেরেন মাত্র ২৫ রান করে। শেষের দিকে ইশান্ত শর্মা, বুমরাহরা নূ্যনতম প্রতিরোধ গড়তে না পারলে ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় ভারত।

ভারতকে ধসিয়ে দিয়ে টিম সাউদি নেন উইকেট। ট্রেন্ট বোল্ট শিকার করেন চার উইকেট। জেতার জন্য মাত্র ৯ রান টার্গেট পায় কিউইরা। মাত্র ২ ওভারেই তা তুলে ফেলে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89921 and publish = 1 order by id desc limit 3' at line 1