logo
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

ভারতকে নতুন প্রতিপক্ষ ভাবছে বাংলাদেশ

ভারতকে নতুন প্রতিপক্ষ ভাবছে বাংলাদেশ
ভারতকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। একবার নয়, ২০১৮ সালের এশিয়া কাপে জয় ছিল দুবার। যার মাঝে আছে ফাইনালও। অতীত দিয়ে যদিও বর্তমানকে জেতা যাবে না, টিম টাইগ্রেসের তাই সুখস্মৃতি নিয়ে পড়ে থাকলে চলছে না। শক্তিশালী প্রতিবেশী দলটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিশ্বকাপে শুরুটা ইতিবাচকভাবে করতে চাইছে সালমা খাতুনের দল।

পার্থে সোমবার ২০২০ নারী টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগ্রেস। প্রতিপক্ষ টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারানো চিরচেনা ভারত। দুবছর আগে যাদের হারিয়েছিল বাংলাদেশ, তার সঙ্গে বর্তমান দলটার যদিও অনেকখানি পার্থক্য আছে। সেটা মেপেই দলের সাবধানি মনোভাবের কথা জানালেন পেসার জাহানারা আলম, 'আমাদের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। যদিও তাদের দুবার হারিয়েছি এশিয়া কাপে। সেটা দুবছর আগে। আমরা ইতিবাচক আত্মবিশ্বাসটাই নিচ্ছি। তবে এই ম্যাচটাকে আমরা নতুন ভাবেই নেব। আমাদের যে একতা আছে, যে প্রস্তুতি নিয়েছি, আশা আমরা ভালো করতে পারব।'

অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দশ দিন আগে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে গেছে। অন্যটিতে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে মূল প্রতিযোগিতায় নামার আগে দারুণ আত্মবিশ্বাসী লাল-সবুজরা। সেই ম্যাচে ৪ উইকেট পাওয়া জাহানারা বলছেন, ভারত ম্যাচে ভালো করার জন্য যথেষ্ট রসদ দিয়েছে পাকিস্তানের বিপক্ষে জয়টি।

'অস্ট্রেলিয়ায় এসে আসলে খুব ভালো প্রস্তুতি নিতে পারিনি। কোনো দলই পারেনি। যতটুকুই পেরেছি আমার, মনে হয় ততটুকুই যথেষ্ট। আমরা একটা ম্যাচ খেলেছি, সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতেছি। সেখান থেকেই আমরা ইতিবাচক আত্মবিশ্বাসটা নিচ্ছি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে