শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকবরদের কাছ থেকে প্রেরণা নিচ্ছেন সালমারা

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
A‡÷ªwjqvi wmWwb‡Z †mvgevi bvix wU20 wek¦Kv‡ci Uªwd wb‡q `k `‡ji AwabvqK Gfv‡eB K¨v‡givew›` n‡q‡Qb ÑI‡qemvBU

মাঠের লড়াইয়ে নামার আগে নারীদের টি২০ দলের দশ অধিনায়ক সিডনির তারোঙ্গা চিড়িয়াখানা ঘুরে এলেন! তবে ঠিক চিড়িয়াখানায় বাঘ-ভালস্নুক দেখাটা উদ্দেশ্যে ছিল না। মূলত দশ অধিনায়ককে একজোট করে ছবি তোলার জন্য একটা ভালো ফ্রেম খুঁজছিল আয়োজক আইসিসি। সেজন্যই অনন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তারোঙ্গা চিড়িয়াখানায় এসে হাজির দশ অধিনায়ক। কৃত্রিমভাবে তৈরি জলাধারের পাশে দাঁড়িয়ে এই দশ অধিনায়ক ছবি তোলার জন্য পোজ দিলেন। সেই সঙ্গে জানালেন বিশ্বকাপের এই চ্যালেঞ্জ জেতার কথা। কদিন আগেই বিশ্বকে অবাক করে যুব বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের ক্রিকেটে এনেছে বিশাল সাফল্য। ছেলেদের ছোটদলের কাছ থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশের মেয়েরাও দেখছেন বড় স্বপ্ন। মেয়েদের টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, আকবর আলীরা তাদের কাছে এখন প্রেরণার নাম। ২১শে ফেব্রম্নয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের নারীদের টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে। এর চারদিন আগে সোমবার হয়ে গেল অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন। এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে দশ দেশ। দুই গ্রম্নপ ভাগ হয়ে প্রাথমিক পর্বে লড়বে মেয়েরা। ফাইনাল হবে মেলবোর্নে বিশ্ব নারী দিবস, ৮ মার্চে। বাংলাদেশ এই বিশ্বকাপের 'এ' গ্রম্নপে খেলছে। চার প্রতিপক্ষই ভীষণ কঠিন; ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। বিশ্বকাপ লড়াই শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বেশ আত্মবিশ্বাসী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশের যুবাদের সাফল্যে ভীষণভাবে অনুপ্রাণিত সালমা খাতুনরা। বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ অধিনায়ক সালমা খাতুন বলেছেন, 'সম্প্রতি আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ ট্রফি জিতে ফিরেছে। সাফল্যের পথে হেঁটে চলা আমাদেরও শুরু হয়েছে। সেই অপেক্ষায় আছি আমরা।' নারীদের বিশ্বকাপে এ নিয়ে চতুর্থবারের মতো খেলছে বাংলাদেশ। পেছনের আসরগুলোতে বাংলাদেশের সাফল্য অবশ্য তেমন সুখকর কিছু নয়। ছেলেদের জুনিয়র দলের মতো ভারতের বিপক্ষে সুখস্মৃতি আছে মেয়েদেরও। ২০১৮ সালের জুনে মালয়েশিয়ায় এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছেলেমেয়ে মিলিয়ে তখন সেটিই ছিল বহুজাতিক আসরে জেতা বাংলাদেশের প্রথম কোনো ট্রফি। সেই সাফল্য থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এবারের বিশ্বকাপে নামছে বাংলাদেশ। গ্রম্নপে ভারত ছাড়া বাংলাদেশের কাছাকাছি শক্তির দল শ্রীলংকা। কিন্তু কন্ডিশন ও শক্তির বিচারে বেশ অনেকখানি এগিয়ে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। সালমা খাতুন সেই প্রসঙ্গে বলেন, 'এশিয়া কাপ ছিল আমাদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। তবে এখন আমাদের সব ফোকাস শুধু বিশ্বকাপকে ঘিরে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে আমরা মনোযোগ রাখছি।' বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ২৪ ফেব্রম্নয়ারি। ম্যাচটি হবে পার্থে। ২৭ ফেব্রম্নয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ লড়বে ক্যানবেরার মানুকা ওভালের মাঠে। দুদিন পরে ২৯ ফেব্রম্নয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ মেলবোর্নের জাংসান ওভালে। ২ মার্চ একই মাঠে গ্রম্নপের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে শ্রীলংকার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে