logo
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৫

  ক্রীড়া ডেস্ক   ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

বার্সেলোনার স্বস্তির জয়

বার্সেলোনার ঠিক পরেই গেটাফে। টানা চারটি লা লিগা জিতে নু্য ক্যাম্পে এসেছিল তারা। কাতালান জায়ান্টদের মাঠে বুক চিতিয়ে লড়াই করেছে টেবিলের তিন নম্বর দল। তাইতো ঘরের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল বার্সা। শেষ পর্যন্ত তেমনটি হয়নি। গেটাফেকে ২-১ গোলে হারিয়ে টেবিলের রিয়াল মাদ্রিদের পাশে বসেছে বার্সা। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন আতোঁয়ান গ্রিজম্যান ও সার্জিও রবার্তো। এই জয়ে রিয়ালের সমান ৫২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রইল কাতালান দলটি।

বার্সেলোনা প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করলেও ম্যাচের আবহ ছিল ভিন্ন। প্রথম আধঘণ্টা গেটাফের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সবার আগে জাল কাঁপায় তারা। কিন্তু ভিএআরে গোলটা বাতিল হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে