বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব দুশ্চিন্তা দেশে ফেলে গেছেন মাহমুদউলস্নাহরা

আমরা এটা (নিরাপত্তার শঙ্কা) বাংলাদেশেই রেখে এসেছি, যখন আমরা বিমানে উঠেছি। আমরা পাকিস্তানে মাঠের ক্রিকেটে ভালো করার চিন্তা করছি। আমরা ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই -মাহমুদউলস্নাহ রিয়াদ বাংলাদেশ অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক
  ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

এক দশকেরও বেশি সময় পর ফের ক্রিকেট ফিরেছে পাকিস্তান। কদিন আগে শ্রীলংকা সফর করে আসার পর এবার সে দেশে খেলতে গিয়েছে বাংলাদেশও। তবে নিরাপত্তাজনিত শঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ দিন দুয়েক আগেও অস্ত্রধারী সন্ত্রাসী ধরা পড়েছে লাহোরের রাস্তায়। এমন অবস্থায় পাকিস্তান সফরে গিয়েও কোনো দুশ্চিন্তা করছেন না টাইগার অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। সকল দুশ্চিন্তা দেশেই রেখে গেছেন জানিয়েছেন অধিনায়ক। অথচ নিজেদের টিম হোটেলও এক অর্থে পরিণত হয়েছে দুর্গে। যাতায়াতের জন্য বুলেট প্রম্নফ বাস। সঙ্গে নিরাপত্তার বিশাল বহর। নিরাপত্তার এমন কড়াকড়ি দুর্ভাবনাটা আরও বাড়িয়ে দেওয়ার কথা। সবমিলিয়ে দম বন্ধ করা অবস্থা। এমন পরিস্থিতিতে ক্রিকেটে মনোযোগ দেওয়াই কঠিন। কিন্তু মাহমুদউলস্নাহ বলছেন ভিন্ন কথা, 'আমরা এটা (নিরাপত্তার শঙ্কা) বাংলাদেশেই রেখে এসেছি, যখন আমরা বিমানে উঠেছি। আমরা পাকিস্তানে মাঠের ক্রিকেটে ভালো করার চিন্তা করছি। আমরা ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই।'

নিরাপত্তার শঙ্কা প্রসঙ্গে যোগ করে মাহমুদউলস্নাহ আরও বললেন, 'যখন বিসিবি থেকে সিদ্ধান্ত নেয়া হয় তারপর থেকে আমরা পরিবেশ নিয়ে চিন্তাই করছি না। আমার কাছে মনে হয় এখন ওই ধরনের চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। আমার মনে হয় দলের প্রতিটা খেলোয়াড় ওই ভাবেই চিন্তা-ভাবনা করছে। আমরা শুধুমাত্র এখানে ভালো পারফরম্যান্স করার জন্য এসেছি, এবং ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছি।'

এমন কড়া নিরাপত্তা গন্ডির মধ্যে থাকায় একা একা কোথাও যাওয়ার উপায় নেই টাইগারদের। অধিকাংশ সময় থাকতে হচ্ছে টিম হোটেলেই। হাঁসফাঁস করা এমন অবস্থাতেও ইতিবাচক দিক দেখছেন অধিনায়ক, 'এটা একদিক থেকে ইতিবাচক হতে পারে। কারণ আপনি সতীর্থদের সঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। এটা আমার কাছে মনে হয় ইতিবাচকই।'

সবমিলিয়ে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় দারুণ খুশি মাহমুদউলস্নাহ। এমনকি সেখানে তাদের আতিথেয়তায়ও মুগ্ধ টাইগার অধিনায়ক 'আমরা এই ধরনের কিছুই দেখিনি। আমি এই মুহূর্তে এটা অনেক উপভোগ করছি। নিরাপত্তার দিকে বলব পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমি সকল ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট।'

এর আগে ২০০৮ সালেই দুইবার পাকিস্তান সফরে গিয়েছিলেন মাহমুদউলস্নাহ। তখন মাহমুদউলস্নাহর ক্যারিয়ারের শুরু। ১১ বছর পর তিনিই টাইগারদের অধিনায়ক। দীর্ঘ সময় পর আবার সে দেশটিতে যেতে পেরে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক, 'ভালো লাগছে পাকিস্তানে খেলতে পেরে। আমার মনে হয় এখানে ক্রিকেট খেলার পরিবেশ খুবই ভালো। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।'

সিরিজের প্রথম ম্যাচ আজ শুক্রবার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়। একদিন পর শনিবারই দ্বিতীয় টি২০। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ খেলবে দল দুটি। তিনটি ম্যাচই হবে লাহোরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85654 and publish = 1 order by id desc limit 3' at line 1