বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএলে ব্যাটে-বলে সেরা পাঁচ

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিপিএলের সপ্তম আসরে খুলনা টাইগার্স শিরোপা জিততে না পারলেও ব্যাট হাতে দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের ব্যাটসম্যানরা। আসর শেষে সর্বোচ্চ রানের সিংহাসনে আছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ৪৯৫ রান নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। আগের আসরে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৫৫৮ রান করেছিলেন তিনি।

রুশোর চেয়ে মাত্র ৪ রান কম নিয়ে দুইয়ে আছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৭০-এর ওপর গড়ে ৪৯১ রান করেছেন মুশফিক। এই রানে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। ২২৭৪ রান নিয়ে শীর্ষে আছেন মুশফিক। দুইয়ে থাকা তামিম ইকবালের সংগ্রহ ২২২১ রান।

১৫ ইনিংসে সমান ৪৫৫ রান নিয়ে তালিকার তিন ও চারে আছেন রাজশাহীর দুই ব্যাটসম্যান লিটন দাস ও শোয়েব মালিক। ১১ ইনিংসে ৪৪৪ রান নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কুমিলস্না ওয়ারিয়র্সের হয়ে খেলা ডেভিড মালান।

অন্য দিকে বল হাতে দর্শকদের মন জয় করে নিয়েছে খুলনার খেলোয়াড়রা। বল হাতে সেরা পাঁচের তিনজনই মাঠ মাতিয়েছে খুলনায় জার্সি গায়ে।

সেরা পাঁচ বোলারের মধ্যে চারজনেরই উইকেট সংখ্যা সমান, ২০টি। রংপুর রেঞ্জার্স দলগতভাবে চূড়ান্তভাবে হতাশ করলেও বল হাতে আলো ছড়িয়েছেন ফর্মে ফেরা মুস্তাফিজুর রহমান। আসরের ৪৬ ম্যাচ শেষে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মুস্তাফিজই অবস্থান করছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে।

রংপুর বাদ পড়ে যাওয়ায় মুস্তাফিজ খেলতে পেরেছেন মাত্র ১২টি ম্যাচ। আর এতেই ছাড়িয়ে গেছেন টুর্নামেন্টের বাকি সব বোলারদের। প্রথম দুই ম্যাচে খরুচে বোলিং করে ২ উইকেট পাওয়া মুস্তাফিজ, পরের ১০ ম্যাচে পেয়েছেন ১৮টি উইকেট। রান খরচেও ছিলেন বেশ কিপটে।

সব মিলিয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ, রান খরচ করেছেন ওভারপ্রতি ৭.০১ করে। টুর্নামেন্টে তার বোলিং গড় মাত্র ১৫.৬০। যা কি না চলতি আসরে কমপক্ষে ৫টি উইকেট নেয়া বোলারদের মধ্যে সেরা বোলিং গড়। আর এ কারণেই, চারজন বোলার সমান ২০টি করে উইকেট পেলেও উইকেট সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছে মুস্তাফিজের নাম।

মুস্তাফিজের সমান ২০টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের রুবেল হোসেন এবং খুলনা টাইগার্সের দুই বিদেশি পেসার মোহাম্মদ আমির ও রবি ফ্রাইলিংক। বোলিংয়ের সেরা পাঁচে অন্য নামটি আবার আরেক দেশি পেসার শহীদুল ইসলামের। খুলনা টাইগার্সের হয়ে খেলা এ ডানহাতি বোলারের শিকার ১৯টি উইকেট।

এছাড়া আসরে চমক দেখানো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা শিকার করেছেন ১৮টি উইকেট। যার মানে দাঁড়ায় বঙ্গবন্ধু বিপিএলে সেরা ছয় উইকেট শিকারির চারজনই হলেন বাংলাদেশি।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক

১. মুস্তাফিজুর রহমান (রংপুর রাইডার্স)-১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (গড় ১৫.৬০)

২. মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স)- ১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট (গড় ১৭.৭৫)

৩. রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-১৩ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (গড় ১৭.৮৫)

৪. রবি ফ্রাইলিং (খুলনা টাইগার্স)-১৪ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (গড় ১৯.৬০)

৫. শহীদুল ইসলাম (খুলনা টাইগার্স)-১৩ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট (গড় ২০.৮৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84935 and publish = 1 order by id desc limit 3' at line 1