শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বললেন রাসেল ডোমিঙ্গো

সেরা ব্যাটসম্যান হবেন মুশফিক

আমি মুশফিককে দেখে মুগ্ধ। তরুণ ক্রিকেটারদের জন্য সে আদর্শ। কিন্তু তার সামনেও অনেক চ্যালেঞ্জ আছে। তাকে আরও বেশি ধারাবাহিক হতে হবে
ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

দেড় দশক আগে জাতীয় দলের জার্সি গায়ে চড়ান টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর থেকেই টাইগারদের নিয়মিত মুখ মুশফিক। দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান এরইমধ্যে পেয়ে গেছেন মি. ডিপেন্ডেবল তকমা। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন, দেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হবেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার গণমাধ্যমে ডোমিঙ্গো বলেন, 'আমি মুশফিককে দেখে মুগ্ধ। তরুণ ক্রিকেটারদের জন্য সে আদর্শ। কিন্তু তার সামনেও অনেক চ্যালেঞ্জ আছে। তাকে আরও বেশি ধারাবাহিক হতে হবে। আমি জানি, সে একজন দুর্দান্ত ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ার শেষে সে তার গড় ৪০ এর আশপাশে দেখতে চায়। আমরাও তাকে সেভাবে প্রস্তুত হতে সাহায্য করছি।'

প্রোটিয়া এ কোচ আরো বলেন, 'আমরা চাই সে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হোক। তরুণ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় একজন হোক। তাকে চ্যালেঞ্জ জানানো আমার জন্যও বড় চ্যালেঞ্জ। তাকে দেখিয়ে আমি তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করি। সে যেভাবে অনুশীলন করে, তা আমি আগে কখনো দেখিনি। তার কার্যক্রম ও ইচ্ছাশক্তি অবিশ্বাস্য।'

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কেটেছে ধোঁয়াশা। আগে থেকেই শোনা যাচ্ছিল, মুশফিকুর রহিম এই সফরে যেতে আগ্রহী না। সফর নিশ্চিত হওয়ার পরও এখনো এই ব্যাপারে কিছু জানাননি মুশফিক। লিখিতভাবে এ ব্যাপারে বিসিবিকে কিছুই জানাননি। তাহলে ধরে নেয়া যায় পাকিস্তান যাচ্ছেন মুশফিক।

মুশফিকের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, 'মুশফিক আমাদের কোনো চিঠি দেয়নি। সে যে পাকিস্তান যাবে না বা যেতে চাচ্ছে না, এটা লিখিত দিতে হবে। সেটা নিয়ম ও রীতির আওতায়। যতক্ষণ পর্যন্ত না আমরা লিখিতভাবে মুশফিকের কোনো চিঠি পাব, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পাকিস্তানের সফরের জন্য অ্যাভেইলেবল ধরে রাখব'।

তিনি আরও জানান, মুশফিকের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। মুশফিক বলেছেন, আমি যাব না পাকিস্তান। তখন তিনি (নান্নু) মুশফিককে বোর্ডে চিঠি বা তাদের (নির্বাচকদের) বরাবর চিঠি দিয়ে পাকিস্তান যেতে না পারার কথা জানাতে বলেছেন।

এদিকে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপার নয়, মুশফিকুর রহিম টি২০ সিরিজ খেলতে পাকিস্তান যেতে চাইছেন না পারিবারিক কারণে। টাইগার তারকার বাবা মাহমুদ হামিদ জানিয়েছেন, বিপিএল শেষ করে বিশ্রামে থাকার পরিকল্পনা ভারত সফরের সময়ই নেন তার ছেলে।

মুশফিক ভারতে টেস্ট সিরিজ চলাকালীন বাবাকে জানিয়ে রেখেছিলেন, বিপিএলের পর কিছুটা সময় খেলা থেকে বিরতি নেবেন। তার কথামতোই চাচাত বোনের বিয়ে ঠিক হয় ১৭ জানুয়ারি। কিন্তু খুলনা টাইগার্স ফাইনালে ওঠায় বিয়ের তারিখ পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মুশফিকের বাবার দাবি, পাকিস্তান যেতে ভয় নয়, বিশ্রামের প্রয়োজনীয়তা ও পারিবারিক কারণেই পাকিস্তান যেতে আগ্রহ প্রকাশ করেনি তার ছেলে। বোনের বিয়েতে উপস্থিত থাকার কথা বলাতে তারিখ পেছানো হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছেন, পাকিস্তান সফরে যেতে মুশফিকের আগ্রহ নেই। তখন অবশ্য সিরিজ চূড়ান্ত হয়নি। তিন সংস্করণে সিরিজ চূড়ান্ত হওয়ায় বিশ্রাম শেষ হলে টেস্ট ও ওয়ানডে খেলার ব্যাপারে আগ্রহ দেখাতে পারেন মুশফিক।

বাংলাদেশ দল চূড়ান্ত হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনও।

পাকিস্তান সফর নিয়ে বেশ জটিলতা ছিল। সেটির সমাধান হয়েছে। তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এবারের সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ২৫ ও ২৭ জানুয়ারি। তিনটি ম্যাচই হবে লাহোরে। এরপর ফিরে আসবে দল।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ফের পাকিস্তানে যাবে মুশফিক-মুমিনুলরা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭-১১ ফেব্রম্নয়ারি। ম্যাচের ভেনু্য রাওয়ালপিন্ডি।

এরপর পিএসএল-এর বিরতির ফলে আবার দেশে চলে আসবে ক্রিকেটাররা। পিএসএল শেষে এপ্রিলের ৩ তারিখ করাচিতে ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠেই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি।

পাকিস্তান সফরের জন্য এখনো দল ঘোষণা হয়নি। দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের নিয়ে হবে অনুশীলন ক্যাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84662 and publish = 1 order by id desc limit 3' at line 1