logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০  

ভালভার্দে বরখাস্ত

মেসিদের নতুন কোচ সেতিয়েন

দলের বাজে পারফরম্যান্সের জন্য কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে নতুন নিয়োগ পাওয়া সেতিয়েনের চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত

মেসিদের নতুন কোচ সেতিয়েন
কিকে সেতিয়েন
দলের বাজে পারফরম্যান্সের জন্য কোচ আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করেছে বার্সেলোনা। ক্রুয়েফিয়ান ফুটবলের অনুরক্ত শিষ্য কিকে সেতিয়েনকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে সোমবার এই খবর নিশ্চিত করে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গত বৃহস্পতিবার অ্যাটলেটকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারের পর থেকে ৫৫ বছর বয়সি ভালভার্দের বিদায়ের গুঞ্জন জোরাল হয়।

মৌসুমের মাঝপথে ২০০৩ সালেও এভাবে কোচ বরখাস্ত করেছিল বার্সেলোনা। সর্বশেষ এমন ভাগ্য বরণ করতে হয় ডাচ কোচ লুই ফন গালকে। নতুন নিয়োগ পাওয়া সেতিয়েনের চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। রিয়াল বেতিসে দুই মৌসুম থাকলেও পরে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। গত মৌসুম থেকে অবশ্য কোনো দলের দায়িত্বে ছিলেন না। ৬১ বছর বয়সি এই কোচকে আজই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে বার্সা। লিগে তার অধীনেই ২০০৫ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল বেতিস। জায়গা করে নেয় কোপা দেলরের সেমিফাইনালেও।

ঘরোয়া ফুটবলে বেশ সফল হলেও দলকে ইউরোপের মঞ্চে সাফল্য এনে দিতে পারেননি ভালভার্দে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরেই প্রথম লেগে বড় জয়ের পরও ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে যায় বার্সেলোনা। গত মৌসুমের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পর ফিরতি দেখায় অ্যানফিল্ডে ৪-০ ব্যবধানে হারে বার্সেলোনা। এর আগের আসরে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে ঘরের মাঠে বড় জয়ের পর ফিরতি পর্বে হেরে বিদায় নেয় তারা।

এরই মধ্যে লিগে অ্যাথলেটিক বিলবাও, গ্রানডা ও লেভান্তের কাছে হেরেছে বার্সেলোনা। পয়েন্ট হারাতে হয়েছে ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ ও এস্পানিওলের বিপক্ষে। ২০০৩ সালের পর প্রথম বার্সেলোনা কোচ হিসেবে মৌসুমের মাঝখানেই চাকরি হারালেন ভালভার্দে। সেতিয়েনের সঙ্গে আগামী ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা। প্রাথমিকভাবে তাকে প্রস্তাব করা হয়েছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার জন্য। তবে সবশেষ রিয়াল বেটিসের দায়িত্বে থাকা সেতিয়েন রাজি না হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

লা লিগায় ছোট দলগুলোকে বড় সাফল্য এনে দেওয়ার জন্য সুনাম আছে সেতিয়েনের। ২০১৫ সালে লাস পালমাসের দায়িত্ব নেওয়ার পর দলটিকে লিগে ৪০ বছরের মধ্যে সেরা সাফল্য (১১তম স্থান) এনে দেন স্প্যানিশ এই কোচ। ২০১৭ সালে বেটিসে এসেই ক্লাবকে তুলে আনেন লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। নিশ্চিত করেন ইউরোপা লিগে অংশগ্রহণ। তার অধীনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে বেটিস।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে