বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাময়িক বিরতিতে যাচ্ছেন মেসি?

ক্রীড়া ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

রাশিয়া বিশ্বকাপে চরম ব্যথর্ হয়েছিল আজেির্ন্টনা। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল তারা। দলটির সেরা তারকা লিওনেল মেসিও ব্যথর্ হয়েছিলেন। দল এবং নিজের সেই ব্যথর্তা নিয়ে এখন পযর্ন্ত মুখ খুলেননি তিনি। এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, ২০১৯ সালের কোপা আমেরিকার আগ পযর্ন্ত মেসিকে আর আজেির্ন্টনা দলে দেখা যাবে না। আজের্ন্টাইন দৈনিক ক্লারিন জানিয়েছে, সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি। তাই আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে কয়েকটি প্রীতি ম্যাচের আজেির্ন্টনা দলে দেখা যাবে না তাকে। গুয়াতেমালা, কলম্বিয়া আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বলে শোনা যাচ্ছে। অবশ্য তার এই বিরতির কারণ জানা যায়নি।

রাশিয়া বিশ্বকাপটা ভালো কাটেনি আজেির্ন্টনার। সাবেক চ্যাম্পিয়ন জামাির্নর মতো গ্রæপ পবের্ই বিদায় নিতে না হলেও শেষ ষোলোতেই থেমেছে দুবারের চ্যাম্পিয়নদের যাত্রা। অনেক আশা নিয়ে রাশিয়ায় যাওয়া মেসিরা আবারও একরাশ হতাশা নিয়ে ফিরেছেন নিজ নিজ ক্লাবে। আজেির্ন্টনাও এর মধ্যে কোচ হোহের্ সাম্পাওলিকে ছঁাটাই করেছে। অন্তবর্তীর্কালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লিওনেল স্কালোনি। তার অধীনে আজেির্ন্টনা কতদিন খেলবে, এটা এখনো জানা যায়নি। আজেির্ন্টনা ফুটবল ফেডারেশন স্থায়ীভাবে কারও হাতে দলের দায়িত্ব দেবে কিনা, এটাও বোঝা যাচ্ছে না এখন। তবে এটা আপাতত নিশ্চিত, আগামী এক বছর দলকে নতুনভাবে সাজিয়ে নিতে চান স্কালোনি এবং তার সহযোগী পাবলো আইমার।

আপাতত মেসিকে বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হচ্ছে আজেির্ন্টনার কোচকে। মেসি যে আগামী এক বছর আজেির্ন্টনার হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন! তবে পাকাপাকিভাবে অবসরে যাচ্ছেন না আজেির্ন্টনা অধিনায়ক। তিনি আগেই জানিয়ে রেখেছিলেন, এবার বিশ্বকাপ না জিতলেও হাল ছাড়বেন না। নিজ থেকে অবসরের চিন্তাও মাথায় আনবেন না। তাদের প্রজন্ম কাতারে আরেকটা পরীক্ষা দিতে চাইবে। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন মেসি। আজেির্ন্টনার হয়ে তার চিন্তাভাবনা কিছুই আর জানাচ্ছেন না।

মেসি এখনো মুখ খোলেননি। তবে মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০১৯ কোপা আমেরিকার আগ পযর্ন্ত মেসিকে আর আজেির্ন্টনা দলে দেখা যাবে না। টিঅ্যান্ডটি স্পোটের্সর বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে গুয়াতেমালা ও কলম্বিয়ার সঙ্গে যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আজেির্ন্টনার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এ দুই ম্যাচেই থাকবেন না মেসি। এমনকি অক্টোবরে সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিও খেলার ব্যাপারে অপারগতা জানিয়ে দিয়েছেন বতর্মান অধিনায়ক।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তজাির্তক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। দুই মাস পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। নতুন করে এমন পরিস্থিতিতে কী হতে যাচ্ছে তার রহস্য একমাত্র উন্মোচন করতে পারবেন কেবলই মেসি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8077 and publish = 1 order by id desc limit 3' at line 1