বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
এশিয়ান ইমার্জিং কাপ

সৌম্য-নাঈমের ব্যাটে উড়ে গেল হংকং

নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক

ভারত থেকে টি২০ সিরিজ খেলে এসে সোজা নেমে পড়েছেন ইমার্জিং কাপে খেলতে। সেখানে ঝড়ই তুলেছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। দু'জনের ঝড়ে এশিয়ান ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে ১৫৫ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ফলে আসরের শুরুটা বাংলাদেশের হলো চমৎকার। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে মোকাবেলা করার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেল দলটি।

ভারত সফরে ৮১ রানের দারুণ একটা ইনিংস। ইমার্জিং কাপেও সেই ফর্মের কিছুটা টেনে নিয়ে এসেছেন নাঈম শেখ। তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি (৫২)। সৌম্য সরকারও রান পেয়েছেন। অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছেন।

সৌম্য, নাঈম, আফিফ, শান্ত- জাতীয় দলে খেলা বেশ কয়েকজনই আছেন ইমার্জিং কাপের দলে। হংকংও প্রায় তাদের জাতীয় দলটাই পাঠিয়েছে।

সাভারের বিকেএসপি মাঠে টসে জিতে বল করতে নেমে শুরুতেই হংকংকে ধাক্কা দিয়েছেন সুমন খান, স্কোর কার্ডে ২৫ রান ওঠার পর ফিরিয়ে দিয়েছেন ক্যামেরন ম্যাকঅলসনকে। এক ওভারহার পর আহসান আব্বাসিকেও সুমন উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। পেসার মেহেদী হাসান রানা শহীদ আসিফকে ফিরিয়ে দিলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে হংকং। কিঞ্চিৎ শাহ ২৪ রান করে ফেলেছিলেন, আফিফের বলে ক্যাচ দিয়েছেন শান্তকে। হাসান মাহমুদ ওয়াজির শাহকে ফিরিয়ে ৭৬ রানে ৫ উইকেট হারায় হংকং।

ষষ্ঠ উইকেটে এরপর ৫১ রান যোগ করেছিলেন আইজাজ খান ও হারুন আরশাদ। ৩৩ বলে ৩৫ রান করে মেহেদী হাসান রানার বলে ফিরে গেছেন। এরপর এহসান খানকে আউট করে তৃতীয় উইকেট পেয়েছেন সুমন, আফতাব হোসেন হয়েছেন রান আউট। আইজাজ শেষ পর্যন্ত আগলে ধরে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬০ বলে ২৫ রান করে। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৬৪ রান তুলেছে হংকং। ডান হাতি পেসার সুমন খান নিয়েছেন ৪ উইকেট, মেহেদী হাসান রানা নিয়েছেন দুটি উইকেট।

বাংলাদেশের জন্য এই রান কোনো চ্যালেঞ্জই হয়নি। দুই ওপেনার নাইম ও সৌম্যর ৯৪ রানের জুটি ম্যাচ শেষে সব অনিশ্চয়তা শেষ করে দিয়েছে। নাঈম আগের দিনের মতো ফিফটি পয়েছেন আজও, তবে আউট হয়ে গেছেন ৫২ বলে ৫২ রান করে। বাকি কাজটা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ৭৪ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন সৌম্য, ২২ বলে ২২ রান করে ব্যাট করছিলেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর

হংকং অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ১৬৪/৯ (আহসান ৭, ম্যাকআসলান ১৪, শাহিদ ৩, কিঞ্চিৎ ২৪, ওয়াজিদ ১৭, আইজাজ ২৫, হারুন ৩৫, এহসান ৫, আফতাব ৪, রওনক ৫, মহসিন ৮; হাসান ১/১৬, সুমন ৪/৩৩, সৌম্য ০/৩৬, মেহেদী ২/২৩, আমিনুল ০/৪, আফিফ ১/৪১)।

বাংলাদেশ অনূর্ধ্ব- ২৩ দল: ২৪.১ ওভারে ১৬৬/১ (সৌম্য ৮৪*, নাঈম ৫২, শান্ত ২২*; আইজাজ ০/২৫, মহসিন ০/১২, এহসান ১/৩৯)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব- ২৩ দল ৯ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75549 and publish = 1 order by id desc limit 3' at line 1