logo
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯, ৯ অগ্রহায়ণ ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

ম্যাচ জিতে বিশ্রামে ফুটবল দল

বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড টু'তে অংশ নিতে ওমানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৪ নভেম্বর মূল লড়াইয়ে নামার আগে দলকে পরখ করে নিতে বৃহস্পতিবার রাতে ওমানের মাস্কট ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলান জেমি ডে'র শিষ্যরা। যেখানে ৩-১ গোলের জয় পায় বাংলাদেশ দল। ম্যাচ জয়ের পর শুক্রবার আর কোনো অনুশীলন রাখেননি জেমি। যে কারণে বেশ ফুরফুরে মেজাজেই আছেন মামুনুল জামাল ভুইয়ারা।

মূল লড়াইয়ের আগে ওমানের সর্বশেষ পেশাদার লিগে সপ্তম হওয়া দলটির বিপক্ষে এই বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের। ম্যাচে গোল করেছিলেন নাবীব নেওয়াজ জীবন, বিপলু ও তৌহিদুল আলম সবুজ। যেহেতু মূল লক্ষ্য ছিল দলের ফুটবলারদের যাচাই করে নেয়া তাই জেমি ডে বলতে গেলে দুই অর্ধে দুটি দল খেলিয়েছেন। প্রথমার্ধের পুরো সময় গোলপোস্টে আশরাফুল ইসলাম রানা ছিলেন, দ্বিতীয়ার্ধের শুরুতে খেলান আনিসুর রহমান জিকুকে। পরে জিকুর পরিবর্তে পোস্টের দায়িত্ব দেন শহিদুল আলম সোহেলকে। এ ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণভাবে একটি পেনাল্টি রুখে দিয়েছেন সোহেল। বৃহস্পতিবার ম্যাচ শেষে রাতে ডিনারে অংশ নেয় টিম বাংলাদেশ। শুক্রবার সকালে প্রায় ঘণ্টাখানেক জাতীয় দলের ফুটবলাররা রিকভারিও জিম সেশন করেছেন। এরপর মাসকট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা। ঐদিন ফুটবলারদের কোনো ট্রেনিং সেশন রাখেননি জেমি। তবে বিকালে টিম মিটিং করেছেন। আজ সকালে সুইমিং সেশন করবেন ফুটবলাররা। এরপর বিকাল ৪টায় আবারো অনুশীলনে নেমে পড়বেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে