শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিজ জেতার সুযোগ এখনো আছে: শফিউল

'যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।'
ক্রীড়া প্রতিবেদক
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ম্যাচটা জিততে পারলে রাজকোটেই লেখা যেত ইতিহাস। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টি২০ সিরিজ জয়ের কীর্তিগাথা লেখা হতো। তা হয়নি। লড়াই করতে পারেননি মাহমুদউলস্নাহরা। প্রথম সুযোগটা কাজে লাগাতে পারল না। রোহিত শর্মার ঝড়ে দ্বিতীয় ম্যাচে উল্টো লন্ডভন্ড হয়েছে বাংলাদেশের বোলিং লাইনআপ। তিনজন বোলার ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছেন, একজন দশের কাছাকাছি। রোহিতের চওড়া ব্যাটের সামনে নিজেদের এমন নখদন্তহীন হয়ে পড়াকে অবশ্য স্বাভাবিকভাবেই নিচ্ছেন পেসার শফিউল ইসলাম। অনুকূল পরিস্থিতিতে নিজের দিনে যেকোনো ক্রিকেটার যেকোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন জানিয়ে তিনি বলেছেন, মনোবল না হারিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে মনোযোগ দিচ্ছেন তারা।

রাজকোট থেকে নাগপুরে পৌঁছানোর পথে বাংলাদেশ দলের বোলারদের চোখে একটা দৃশ্যই ভাসছিল- রোহিত মারছেন। বল ছক্কায় গ্যালারিতে। নাগপুরে শেষ ম্যাচের আগে ফের আরেকবার সিরিজে হট ফেভারিট ভারত। ক্রিকেট এমনই। জয়ই বদলে দেয় অনেককিছু, প্রায় সবকিছুই!

দিলিস্নতে ৭ উইকেটে জয়ের পর রাজকোটে ৮ উইকেটের ব্যবধানে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তিন টি২০'র সিরিজে এখন ১-১'এ সমতা। সিরিজ ফয়সালার জন্য অপেক্ষা রোববার নাগপুরের ম্যাচ পর্যন্ত। নাগপুরে আসন্ন তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি তাই হয়ে পড়েছে সিরিজ নির্ধারণী।

রাজকোটের ব্যর্থ অভিযান পেছনে ফেলে শুক্রবার সকালে নাগপুরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। তবে কিছু জটিলতার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছেড়েছে ফ্লাইট। এই ফাঁকা সময়টাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শফিউল।

দিলিস্ন, রাজকোটপর্ব শেষে টাইগারদের অপেক্ষা এবার নাগপুরে জয় পেয়ে সিরিজটা নিজেদের করে নেয়ার। জাতীয় দলের পেসার শফিউল ইসলাম অবশ্য বলছেন, সুযোগ এখনো আছে সিরিজ জেতার, 'রাজকোটে সিরিজটা জেতার একটা বড় সুযোগ ছিল আমাদের। হয়নি যদিও তবে অবশ্যই সুযোগ আছে এখনো। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, প্রথম ম্যাচটা যে রকম খেলছি সেভাবে যদি খেলতে পারি এবং দ্বিতীয় ম্যাচের ছোটখাটো ভুলগুলো যদি সামনের ম্যাচে না করি, অবশ্যই আমরা সিরিজ জিততে পারব। আশা করি, আমরা শক্তভাবে ফিরব এবং সিরিজ জেতার জন্যই খেলব ইনশাআলস্নাহ্‌।'

তিনি কৃতিত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিতকে, 'উইকেটটা খুব সুন্দর ছিল ব্যাটিংয়ের জন্য। ফ্ল্যাট উইকেট ছিল, আমার মনে হয়েছে। রোহিত খুব সুন্দর ব্যাটিং করছে। ওর ভালো দিন গিয়েছে দ্বিতীয় ম্যাচটি। যা চেষ্টা করেছে, সেটাই পেরেছে। মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নেই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি, এখনো একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।'

রাজকোটের উইকেট যতটা ব্যাটিং সহায়ক, নাগপুরের উইকেট নাকি ততটা না। দ্বিতীয় ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, রাজকোটের মতো নাগপুরের উইকেট চান তিনি, 'প্রথম ম্যাচটা হেরেছি, কিন্তু ওই ম্যাচে কঠিন লড়াই হয়েছিল। কিছু ব্যাপার এদিক-সেদিক হলেই আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম। এখানে (রাজকোট) আমরা সহজেই জিতেছি। আশা করছি, নাগপুরে এ রকম উইকেট পাব।'

নাগপুরে অঘোষিত ফাইনাল ম্যাচে সেসব শুধরে নেয়ার কথা জানিয়েছেন শফিউল, রাখছেন সিরিজ জয়ের প্রত্যাশা, 'অবশ্যই, আমাদের এখনো সুযোগ আছে (সিরিজ জয়ের), যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যে রকম খেলেছি, সে রকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোট ছোট ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই, আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।'

শফিউলের আশা, প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও পেসাররা জ্বলে উঠবে, 'দেখেন, আমরা যে তিনজন পেসার আছি, তিনজনই পাওয়ার পেস্ন বা শেষের চার-পাঁচ ওভারে যদি ভালো করতে পারি, যেটা প্রথম ম্যাচে পর্যন্ত পেরেছি। ভালো একটা শুরু ও ভালো ফিনিশিং দিয়ে যদি কম রানে আটকাতে পারি অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে এবং আমাদের জেতার সুযোগটা বেশি থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74824 and publish = 1 order by id desc limit 3' at line 1