শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

পাকিস্তান যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় দলকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে। তবে বিভিন্ন কারণ দেখিয়ে জাতীয় দল পাঠায়নি বিসিবি। এবার জাতীয় দলকে না পাঠালেও অনূর্ধ্ব-১৭ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ অক্টোবর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের।

সূচি অনুযায়ী দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। প্রথমে রাওয়ালপিন্ডি ও অ্যাবোটাবাদে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, সিরিজ চলাকালীন সময় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারে অ্যাবোটাবাদ। তাই ভেনু্য পরিবর্তন করে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

২২ অক্টোবর পৌঁছার তিন দিন পর ২৫ অক্টোবর প্রথম তিন দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় তিন দিনের ম্যাচ হবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া তিনটি এক দিনের ম্যাচও খেলবে অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি পাকিস্তান সফর করে শ্রীলংকা দল। এর আগে ২০১৭ সালেও একবার পাকিস্তান সফরে গিয়েছিল তারা। এ ছাড়া জিম্বাবুয়ে দলও পাকিস্তানে একটি সিরিজ খেলে এসেছে।

তাই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য আরও ব্যস্ত হয়ে পড়েছে পিসিবি। ক্রিকেটাররা যাওয়ার আগে অবশ্য বিসিবির একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ঘুষি মেরে নিজেই আহত মার্শ

ক্রীড়া ডেস্ক

সামনে ভারত সফরের জন্য দলে জায়গা পাওয়ার তাড়নাই হয়তো বোঝাতে চেয়েছিলেন। কিন্তু এখন জায়গা পাওয়াই হয়তো কঠিন হয়ে গেলো তার জন্য। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শের কথা। সম্প্রতি শেফিল্ড শিল্ডের এক ম্যাচে ড্রেসিংরুমের দেয়ালে ঘুষি মেরে বসেন তিনি। এতে নিজেই আঘাতপ্রাপ্ত হন তিনি। আর আহত হওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে গেছেন ম্যাচ থেকেও।

শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচের শেষদিনে ব্যক্তিগত ৫৩ রান নিয়ে মাঠে নেমেছিলেন মার্শ। ইনিংস বড় করার বদলে প্রথম ওভারেই জ্যাকসন বার্ডকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেফিল্ড শিল্ডের পারফরমেন্স থেকেই আসছে ভারত সফরের দল গড়া হবে। বড় ইনিংস না থাকায় দলে জায়গা পাওয়া কিছুটা কঠিন হয়ে গেল এটি হয়তো তখনই বুঝতে পেরেছিলেন মিচেল মার্শ। হতাশা থেকে রাগটা আর লুকাতে পারেননি। ড্রেসিংরুমে ফিরে রাগের মাথায় ঘুষি মারেন দেয়ালে। চোট এতই বেশি যে, টুর্নামেন্টে দলের পরের ম্যাচে তার না খেলাটা একরকম নিশ্চিত।

এক বিবৃতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চোটের অবস্থা বুঝে এ সপ্তাহের শেষদিকে মার্শের ক্রিকেটে ফেরার সম্ভাব্য সময় জানা যাবে। তবে এর আগে কোনো ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি।

মিচেল মার্শকে শুরু থেকেই দারুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে মাঠের বাইরের বিভিন্ন ঘটনার কারণে অধিকাংশ সময় থেকেছেন বিতর্কের মুখে। জাতীয় দলেও নিয়মিত থিতু হতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71212 and publish = 1 order by id desc limit 3' at line 1