বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নেইমারকে নিয়ে মেসির ভয়

  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০
নেইমারকে নিয়ে মেসির ভয়

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন নেইমার। দলবদলের সময় বার্সেলোনা সই করাতে না পারলে পিএসজি তারকা সত্যিই 'চিরশত্রম্ন'র ঘরে চলে যেতে পারেন। এমনই ভয়ে ছিলেন লিওনেল মেসি।

তিনি যে পিএসজি ছাড়তে চান সেটা আগেই খোলাসা করেছেন নেইমার। সবশেষ দলবদলের সময় খবর বের হয়, সাবেক ক্লাব বার্সার সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন না হওয়ায় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে থেকে যান নেইমার।

নেইমারকে দলে নেয়ার ব্যাপারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা উভয়ই চেষ্টা চালাচ্ছে। তবে পিএসজির চাওয়া আকাশচুম্বী দামের সঙ্গে তাল মেলাতে পারেনি কোনো দলই।

ফ্রাঙ্কফুর্ট থেকে লুকা জোভিচ, পোর্তো থেকে এডার মিলিটাওকে দলে নিয়েছে। মেসির ভয় ছিল, সেভাবেই নেইমারকে দলে নিয়ে নিতে পারে রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে