logo
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০, ৯ ফাল্গুন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১০ অক্টোবর ২০১৯, ০০:০০  

দলে ফিরতে ধোনিকে শর্ত শাস্ত্রীর

ক্রীড়া ডেস্ক

গেল বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর থেকে মাঠের বাইরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। যে কারণে তাকে নিয়ে চলছে জল্পনা। তিনি কি অঘোষিত অবসরে চলেন গেলেন, নাকি ফের খেলবেন ভারতের জার্সিতে?

বিশ্বকাপে ভারত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারায় সব দোষ পড়েছিল ধোনির ওপর। ব্যাপারটি জানার পর এ তারকা বোর্ডের কাছ থেকে দুই মাসের জন্য ছুটি নেন। ওই সময়টা তিনি কাটান সেনাবাহিনীর সঙ্গে সীমান্তে। যে কারণে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এদিকে আবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টি২০ সিরিজে খেলেননি। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজের মাটির সিরিজেও অনিশ্চিত বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। যে কারণে ৩৯ বছর বয়সী এ তারকা ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উঠেছে। যা এখনো চলছে। তিনি কবে দলে ফিরবেন, কিংবা আদৌ ফিরবেন কিনা এসব নিয়ে ক্রিকেট দুনিয়ায় জল্পনার অন্ত নেই। এবার সেসব জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। জানিয়ে দিলেন, ধোনি কবে দলে ফিরবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে তিনি ফিরতে চাইলেই যে তাকে ফেরানো হবে না, পরোক্ষে তেমন ইঙ্গিতও দিয়েছেন শাস্ত্রী।

এতদিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখে ধোনি নিজেই ভবিষ্যৎ নিয়ে জল্পনার জন্ম দিয়েছেন। কিন্তু তিনি কি আদৌ জাতীয় দলে ফিরবেন? এ প্রসঙ্গে শাস্ত্রী বলছেন, ধোনিকে নিজেই ঠিক করতে হবে তিনি কী করতে চান। তাকে ঠিক করতে হবে তিনি কবে থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। নির্বাচকদের সে কথা জানানোর দায়িত্বও মাহির নিজেরই।'

তবে ধোনির দলে ফেরার ব্যাপারে একটি শর্ত আরোপ করেছেন শাস্ত্রী। তিনি বলছেন, 'তিনি দলে ফিরতে চান কিনা সেটা তাকেই ঠিক করতে হবে। বিশ্বকাপের পরে আর তার সাথে আমার দেখা হয়নি। কথাও হয়নি। তবে দলে ফেরার জন্য তাকে আবার ক্রিকেট খেলাটা শুরু করতে হবে। কারণ আমার মনে হয় না বিশ্বকাপের পর সে আর মাঠে নেমেছে।'

শাস্ত্রী এদিন ধোনির প্রশংসা করে বলেন, 'নিঃসন্দেহে মাহি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে উপরের সারিতে থাকবে।'

একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধোনি নিজেই অবসরের জল্পনা বাড়িয়েছেন। তার এমন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর, 'কোন সিরিজে আপনি খেলবেন, তা নিজে সিদ্ধান্ত নিতে পারেন না।' যদিও ভিভিএস লক্ষ্ণণ থেকে গম্ভীর, প্রত্যেকেই মনে করেন, অবসরের সিদ্ধান্ত ধোনির উপরই ছেড়ে দেয়া উচিত। তবে কোন সিরিজে ধোনি ফের স্বমহিমায় ধরা দেন, সেই অপেক্ষাতেই রয়েছেন তার ভক্তরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে